জুমবাংলা ডেস্ক: অবৈধভাবে বালু উত্তোলনের সময় ঠাকুরগাঁওয়ে রাজা নামের এক বালু ব্যাবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। খবর ইউএনবি’র।
বুধবার সদর উপজেলার ‘২৯ মাইল পূর্ব বেগুনবাড়ি জেলেপাড়া’ গ্রামে জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার এ আদেশ দেন।
বালু ব্যবসায়ী রাজা ১৭ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গৌরিপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
ওই ব্যবসায়ীর কাছ থেকে ১টি ড্রেজার মেশিন, ৩৫ টি পাইপ, ১টি এস্কেভেটর মেশিন ও ২০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার জানান, বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৫(১) ধারায় পাম্প বা ড্রেজিং মেশিনের সাহায্যে অনুমতি ছাড়া অবৈধভাবে ভূ-গর্ভস্থ বালু উত্তোলনের অপরাধ আইনের ১৫ (১) ধারায় তাকে সাজা দেয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।