
জুমবাংলা ডেস্ক: ঠাকুরগাঁওয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। খবর ইউএনবি’র।
হরিপুর উপজেলার রহমতপুরের বড়দহগাঁওয়ের ওই বাসিন্দা (৪৭) রংপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এ নিয়ে জেলায় করোনায় মোট মারা গেছেন ১৯ জন।
সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, বুধবার সন্ধ্যায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, জেলায় নতুন করে আরও ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯৯২জনে।
নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ছয়, বালিয়াডাঙ্গীতে তিন, রানীশংকৈলে চার এবং হরিপুরে একজন রয়েছেন।
তিনি আরও জানান, বুধবার পর্যন্ত সদরে ৫০৫, হরিপুরে ৮৫, পীরগঞ্জে ৯২, রানীশংকৈলে ১১৯ ও বালিয়াডাঙ্গী উপজেলায় ১৯১ জনের করোনা শনাক্ত হয়েছে।
জেলায় এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫৭৩ জন।
বুধবার নতুন করে আরও ৫৬ জনের নমুনা পরীক্ষার জন্য দিনাজপুর পাঠানো হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পাঠানো হয়েছে ৫ হাজার ৪৮৮ জনের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।