
Advertisement
জুমবাংলা ডেস্ক: ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় ট্রাফিক পুলিশ সদস্যসহ নতুন ছয়জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৮০ জনে। খবর ইউএনবি’র।
নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের আদর্শ কলোনিতে ওয়ালটন শো-রূমের একজন সেলসম্যানসহ দুইজন পুরুষ ও ঠাকুরগাঁও ট্রাফিক পুলিশের এক সদস্য, বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুওতে এক নারী, ভানোর ও পারিয়াতে একজন করে পুরুষ রয়েছে। তারা সবাই ঢাকাফেরত এবং বয়স ১৫ থেকে ৫৪ বছরের মধ্যে।
সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান জানান, জেলায় এ পর্যন্ত ৯২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। দুইজন মারা গেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।