
জুমবাংলা ডেস্ক: ঠাকুরগাঁওয়ে তিন বিজিবি সদস্য, একজন নার্স ও শিশুসহ নতুন করে ১০ জন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। খবর ইউএনবি’র।
মঙ্গলবার সন্ধ্যায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্টে এ তথ্য জানা যায়।
আক্রান্তরা হলেন- ঠাকুরগাঁও বিজিবি’র তিন সদস্য, সদর হাসপাতালের একজন নার্স (৫৬), মুসলিমনগরে এক মেয়ে শিশু (১২), এক যুবক (১৮), শাহপাড়ায় এক পুরুষ (৪৮), জগন্নাথপুরের চন্ডিপুরে এক নারী (২২), গড়েয়া মিলনপুরে এক পুরুষ (৩২)। তাছাড়া পীরগঞ্জ উপজেলার বাকুড়াতে আক্রান্ত হয়েছেন একজন পুরুষ (৪২)।
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৩৭ জনে।
মঙ্গলবার ১৭ জনের নমুনা পরীক্ষার জন্য দিনাজপুর পাঠানো হয়েছে। এপর্যন্ত ২৭৪৪ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, এপর্যন্ত ১৭০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
আগের রিপোর্ট অনুযায়ী করোনায় আক্রান্ত ৬৭ জন চিকিৎসাধীন রয়েছেন এবং তারা সবাই ভালো আছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।