
জুমবাংলা ডেস্ক: ঠাকুরগাঁওয়ে নতুন করে ১১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮২১ জন। খবর ইউএনবি’র।
সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, সোমবার সন্ধ্যায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী জেলার সদরে নয় এবং পীরগঞ্জ ও রানীশংকৈলে একজন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন।
মোট আক্রান্তদের মধ্যে সদরে ৪০৯, হরিপুরে ৭৯, পীরগঞ্জে ৭৪, রানীশংকৈলে ৯৯ ও বালিয়াডাঙ্গী উপজেলায় ১৬০ জনের করোনা শনাক্ত হলো।
সিভিল সার্জন জানান, আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৮২ জন।
সোমবার নতুন করে ১০৬ জনের নমুনা পরীক্ষার জন্য দিনাজপুর পাঠানো হয়েছে। এ নিয়ে মোট নমুনা পাঠানো হলো ৪ হাজার ৭২০ জনের। তার মধ্যে ২২৯ জনের নমুনা পরীক্ষার জন্য অপেক্ষমাণ রয়েছে।
সিভিল সার্জন আরও জানান, রবিবার ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দবিরুল ইসলামের (৭২) করোনাভাইরাস শনাক্ত হয়েছে। উন্নত চিকিৎসার জন্য সোমবার দুপুরে তাকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে ঢাকায় পাঠানো হয়েছে। পরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।