
জুমবাংলা ডেস্ক: ঠাকুরগাঁওয়ে নতুন করে আরও ১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। খবর ইউএনবি’র।
Advertisement
এর মধ্যে জেলা সদরে মা-মেয়েসহ ৫ এবং বালিয়াডাঙ্গী ও হরিপুরে ৩ জন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৮৭৮ জন।
এছাড়া, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হরিপুর উপজেলার কামারপুকুর গ্রামে এক ব্যক্তি (৫৮) মারা গেছেন।
সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান জানান, করোনা উপসর্গ নিয়ে গত ২৬ আগস্ট ওই ব্যক্তি মারা যান। সেদিন তার নমুনা দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে পাঠানো হলে বৃহস্পতিবার সন্ধ্যায় পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৬ জনে।
জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫২৫ জন।
এর আগে বুধবার ঠাকুরগাঁওয়ে চিকিৎসক ও শিশুসহ ১৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।