
জুমবাংলা ডেস্ক: ঠাকুরগাঁওয়ে নতুন করে ১৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১০৩২ জনে দাঁড়িয়েছে। খবর ইউএনবি’র।
দিনাজপুরের পিসিআর মেশিন নষ্ট থাকায় ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার থেকে রবিবার সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের কয়েক দিনের নমুনার আংশিক প্রতিবেদন পাওয়া যায়।
জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার বলেন, ‘রবিবার প্রাপ্ত প্রতিবেদন অনুযায়ী জেলায় ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরে ছয়, বালিয়াডাঙ্গীতে ছয়, পীরগঞ্জে এক ও হরিপুরে এক রয়েছেন।’
এ নিয়ে সদরে ৫২৯, হরিপুরে ৮৮, পীরগঞ্জে ৯৫, রানীশংকৈলে ১১৯ ও বালিয়াডাঙ্গী উপজেলায় ২০১ জনের করোনা শনাক্ত হলো।
জেলায় এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬৬২ জন।
এদিকে, দিনাজপুরে পিসিআর ল্যাবের মেশিন খারাপ হওয়ায় দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলার নমুনা ঢাকায় পাঠানো হচ্ছে বলে জানান সিভিল সার্জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।