
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলায় রাসেল (১৪) নামে এক স্কুলছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
Advertisement
আজ শনিবার সকালে উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের পশ্চিম ভোপলা গ্রামে ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রাসেল একই গ্রামের সাদেকুল ইসলামের ছেলে এবং বালাপাড়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। আগের রাত থেকে সে নিখোঁজ ছিল।
ঠাকুরগাঁও সদর থানার ওসি (তদন্ত) গোলাম মর্তুজা জানান, কী কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং কারা এর সাথে জড়িত তা তদন্তের পর জানা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


