Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home ঠাকুরগাঁও সুগারমিলে গাড়ি ক্রয়ে ৮৬ কোটি টাকার দুর্নীতি!
    অপরাধ-দুর্নীতি অর্থনীতি-ব্যবসা জাতীয় বিভাগীয় সংবাদ

    ঠাকুরগাঁও সুগারমিলে গাড়ি ক্রয়ে ৮৬ কোটি টাকার দুর্নীতি!

    protikMarch 4, 2020Updated:March 4, 20203 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক : ঠাকুরগাঁও সুগারমিলের গাড়ি ক্রয়ে ৮৬ কোটি টাকার দূর্নীতি হওয়ার অভিযোগ উঠেছে। সুগারমিলের জন্য ৯০ কোটি টাকা ব্যয়ে যে ৮টি গাড়ি কেনা হয়েছে তার বাজারমূল্য চার কোটি টাকা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

    খোঁজ নিয়ে জানা গেছে, ঠাকুরগাঁও সুগারমিলকে আধুনিকরণ করতে বর্তমান সরকার প্রায় পাঁচশ কোটি টাকা ব্যয়ে উন্নয়ন প্রকল্প হাতে নিলেও নানা জটিলতায় তা এখনো আলোর মুখ দেখেনি। শিল্প মন্ত্রণালয় একাধিকবার দরপত্র আহ্বান করলেও ঠিকাদার না পাওয়ায় প্রকল্পের কাজ শুরু হয়নি। ফলে দিন দিন প্রকল্পের ব্যয় মূল্য বেড়েছে দ্বিগুণ।

    প্রসঙ্গত, ১৯৫৬ সালে স্থাপিত ঠাকুরগাঁও সুগার মিলটি ১৯৫৭-৫৮ মৌসুমে আনুষ্ঠানিকভাবে আখমাড়াই কার্যক্রম শুরু করে। শুরু থেকে এখন পর্যন্ত লাভ তো দূরের কথা উল্টো প্রায় ১৬০ কোটি টাকা লোকাসান গুনতে হয়েছে মিলটিকে।

    প্রতি মাড়াই মৌসুমে দেড় থেকে দুই মাস চালু থাকে। এছাড়া বছর জুড়ে বন্ধ থাকে মিলটি। এ সময় মিলের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের বিনা পারিশ্রমিকেই বেতন দিতে হয় সরকারকে। আর এভাবেই ক্রমাগত লোকসান গুনতে হয়েছে মিলটিকে।

    তাই পুরাতন এই মিলটিকে আধুনিকীকরণ করে লাভজনক করতে বর্তমান সরকার শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে গত তিনবছর আগে প্রায় ৫০০ কোটি টাকা বরাদ্দ দেয়।

    মিল শ্রমিকদের অভিযোগ, বরাদ্দকৃত অর্থ ছাড় করা হয়েছে এবং অসাধু কিছু কর্মকর্তা তা থেকে প্রায় ৯০ কোটি টাকা বিভিন্ন কাজে ব্যয় করলেও মিলটির অধুনিকরণ প্রকল্প কাজ হয়নি কিছুই। এই ৯০ কোটি টাকা দেখানো হয়েছে গাড়ি ক্রয় বাবদ। এতে মিলের শ্রমিক ও কর্মচারিদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

    নাম প্রকাশে অনিচ্ছুক মিলের একজন কর্মকর্তা ও গাড়ি চালক জানান, এখানে ৯০ কোটি টাকা ব্যয়ে যে ৮টি গাড়ির ক্রয়মূল্য দেখানো হয়েছে তা বড় ধরনের দুর্নীতি। এই গাড়িগুলোর বাজারে গড় মূল্য ৩০ থেকে ৩৫ লাখ টাকা।

    যেমন ১টি পাজেরো জিপগাড়ি যার সর্বোচ্চ বাজার মূল্য ৩৬ লাখ টাকা যে গাড়িটি মিলের জিএম ব্যাবহার করেন, ২টি (ট্রাক) কাভার্ড ভ্যান যার সর্বোচ্চ বাজার মূল্য ৬০ লাখ টাকা আর ৫টি ট্যাঙ্ক লরি যার সর্বোচ্চ বাজার মূল্য ১ কোটি ১৫ লাখ টাকা। এসব গাড়ি বাজারে সর্বোচ্চ মূল্য দিয়ে ক্রয় করা হলেও ৩ থেকে ৪ কোটি টাকার ওপর খরচ হওয়ার কথা নয়। অথচ গাড়ি কেনা হয়েছে ৯০ কোটি টাকার।

    মিল শ্রমিক খালেদুজ্জামান রেজা বলেন, বর্তমান সরকার মিলটি আধুনিকরণের জন্য অর্থ বরাদ্দ দিয়েছে। কিন্তু সে টাকা থেকে মিলের মূল কাজ না করে গাড়ি ক্রয় করে কিছু অসাধু কর্মকর্তা অনেক বড় দুর্নীতি করেছে, যা খুবই কষ্টকর।

    ইলেকট্রিক্যাল বিভাগের কর্মচারি ও শ্রমিক ইউনিয়নের সহসাধারণ সম্পাদক ওবায়দুর রহমান জানান, কোনোমতে জোড়াতালি দিয়ে মাড়াই মৌসুমে মিলটি চালাতে হচ্ছে। বছরে বারো মাসের মধ্যে দশ মাসই মিলটি বন্ধ থাকায় মিল কর্তৃপক্ষের ক্ষতির পাশাপাশি শ্রমিক ও চাষিরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

    ঠাকুরগাঁও সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. সাখাওয়াত হোসেন জানান, তিনি এই মিলে সদ্য যোগদান করেছেন। মিলের বিষয়ে খুব বেশি কিছু এখনো অবগত হতে পারেননি।

    তবে কিছু কাগজপত্র দেখেছেন তিনি। তা থেকে জানতে পেরেছেন এই সুগারমিল আধুনিকরণ প্রকল্পের নির্দিষ্ট মেয়াদ (২০১৭-১৮ অর্থ বছরের) অনেক আগেই অতিবাহিত হয়ে গেছে। কিন্তু এখন পর্যন্ত প্রকল্প বাস্তবায়নে ঠিকাদার নিয়োগসহ অন্যান্য কাজ শুরুই হয়নি।

    তথ্যসূত্র : জাগো নিউজ

    Own the headlines. Follow now-  Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel
    Related Posts
    Tulip Siddiq

    টিউলিপের বাংলাদেশি নাগরিকত্ব রয়েছে

    August 13, 2025
    srpr

    গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, স্বামী সন্তান নিয়ে পলাতক

    August 13, 2025
    srpr-sty

    নদীতে ঝাঁপ দিয়ে কলেজছাত্রী নিখোঁজ, উদ্ধারকাজ অব্যাহত

    August 13, 2025
    সর্বশেষ খবর
    ঐশ্বরিয়া

    এক রাত আনন্দ দিতে কত টাকা নেন ঐশ্বরিয়া

    দলিল

    দলিল থাকা সত্ত্বেও পাঁচ ধরনের জমির দখল ছাড়তে হবে

    Biddo

    তরুণীর সঙ্গে বন্ধুত্ব গড়ে বৃদ্ধ হারালেন ১২ কোটি টাকা

    ত্বক

    পঞ্চাশেও ত্বক দেখাবে ৩০-এর মতো: তারুণ্য ধরে রাখার গোপন রহস্য

    Netre

    ১৩ বছর ধরে অনার্সে পড়ছেন ঢাবি ছাত্রদল নেত্রী মানসুরা

    Tulip Siddiq

    টিউলিপের বাংলাদেশি নাগরিকত্ব রয়েছে

    রচনা

    রচনা ব্যানার্জীর বিদ্যের দৌড় জানলে চোখ কপালে উঠবে

    srpr

    গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, স্বামী সন্তান নিয়ে পলাতক

    orca

    ওরকার হামলার ভাইরাল ভিডিও আসলে এআই-প্রস্তুতকৃত, ফ্যাক্ট-চেকে মিলল সত্য

    srpr-sty

    নদীতে ঝাঁপ দিয়ে কলেজছাত্রী নিখোঁজ, উদ্ধারকাজ অব্যাহত

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.