ঠাকুরবাড়ির মেয়ের সাহসী দৃশ্যের কারণে বলিউডে ঝড় উঠেছিল

শর্মিলা ঠাকুর

বিনোদন ডেস্ক: শর্মিলা ঠাকুর যখন প্রথমবার ফিল্মে অভিনয় করতে আসেন, তখন তাঁর বয়স যথেষ্ট অল্প। কিন্তু পাথুরিয়াঘাটা ঠাকুরবাড়ির এই মেয়েটির মধ্যে বিজয়া রায় খুঁজে পেয়েছিলেন অপর্ণাকে। ঠাকুরবাড়ির মেয়ে ফিল্মে অভিনয় করবে, এই কথা জোড়াসাঁকোর পক্ষে মেনে নেওয়ার সুবিধা থাকলেও পাথুরিয়াঘাটার কাছে তা সহজ ছিল না। এমনকি শর্মিলার বাবাও দ্বিধাগ্রস্ত ছিলেন।

কিন্তু শর্মিলা ও ঐন্দ্রিলা দুই মেয়েই অভিনয়ের মাধ্যমে পরিচিতি লাভ করেছিলেন। ‘কাবুলিওয়ালা’-র মিনির চরিত্রে অভিনয়ের পর ঐন্দ্রিলা আর অভিনয় করেননি। অল্প বয়সেই প্রয়াত হন তিনি। কিন্তু ‘অপুর সংসার’-এর পর শর্মিলা পাড়ি দিয়েছিলেন মুম্বাই।
শর্মিলা ঠাকুর
মুম্বাই অর্থাৎ তৎকালীন বম্বের বুকে ঠাকুরবাড়ির মেয়ে শর্মিলার অভিনয় যখন ক্রমশ প্রশংসিত হচ্ছে, সেই সময় হঠাৎই তাঁকে ঘিরে শুরু হল বিতর্ক। তৎকালীন সময় নায়িকারা সুইমসুট পরার কথা ভাবতে পারতেন না। সুইমসুট বরাদ্দ ছিল খলনায়িকাদের জন্য। সময়টা 1966 সাল। বিখ্যাত ফিল্ম ম্যাগাজিন ‘ফিল্মফেয়ার’-এর কভার পেজের জন্য বিকিনি পরার প্রস্তাব আসে শর্মিলার কাছে। তাঁর তখন মাত্র বাইশ বছর বয়স। দ্বিধাগ্রস্ত ছিলেন কিনা জানা নেই, তবে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন শর্মিলা।

পরিচালক ‘কাট’ বলার পরও থামেনি তাদের চুমু! যা ঘটেছিল নায়িকাদের সাথে