বিনোদন ডেস্ক : ‘চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড় ধরা।’ এই প্রবাদ বাক্য জানেন না এমন লোকের সংখ্যা নেই বললেই চলে। তাই যারা চুরি করেন, তারা সেভাবেই আঁটঘাঁট বেঁধে মাঠে নামেন, যাতে চুরি করেও কোনও চাপ যেন না থাকে। চুরির জগতে এই গল্প বহুল প্রচলিত। সে যা-ই চুরি হোক না কেন।
বলিউড কি টলিউড, সিনেমা জগতে গল্প চুরি বা টুকলির মতো ঘটনা আকছারই ঘটছে। কখনও একটা বা একাধিক গল্প থেকে মিলেজুলে তৈরি হয় অনেক ছবি। সম্প্রতি মুক্তি পেয়েছে দ্বিতীয় বিগ বাজেটের ছবি ‘সাহো’। তারপর থেকেই সমালোচনার ঝড় শুরু হয়েছে ‘বাহুবলী’ প্রভাস ও শ্রদ্ধা কাপুর অভিনীত এই ছবি ঘিরে। বিদেশি ছবি থেকে কপি করা হয়েছে ‘সাহো’র গল্প। এই অভিযোগ ছিল প্রথম দিন থেকেই। সেই অভিযোগকেই সিলমোহ দিলেন ফ্রান্সের ছবি নির্মাতা জেরম সেলে। কারণ তাঁর ছবি ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘লার্গো’র সঙ্গে মিল রয়েছে ‘সাহো’র। কিন্তু তিনি ‘সাহো’ পরিচালক সুজিথকে কটাক্ষ করে বলেন, ‘‘কপি ভাল হয়নি। যদি তুমি আমার গল্প চুরি করো, তবে সঠিকভাবে করো।’’
‘লার্গো’ ছবির বিষয়বস্তু ছিল একই নামের বেলজিয়াম কমিক বইয়ের অ্যাকশন থ্রিলারের একটি গল্প। গত শুক্রবার ‘সাহো’ মুক্তি পাওয়ার পর থেকেই অতি বড় প্ৰভাস ভক্তও ফ্রান্সের ওই হিট ছবির গল্প চুরি নিয়ে মুখ খুলেছেন। এই বিষয়ে টুইটারে স্বয়ং ফরাসি পরিচালককে ট্যাগ করে অনেকেই নিজেদের মতামত পোস্ট করেছেন। আর তা দেখেই তেলুগু পরিচালককে কটাক্ষ করে তিনি বলেছেন, ‘‘যদি আমার কাজ চুরি করতেই হয়, তবে ঠিক করে চুরি করুন।’’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।