ডকুমেন্ট স্ক্যানিং ফিচারে আরও নতুন ২ সুবিধা যুক্ত করল গুগল

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ডকুমেন্টকে ভার্চুয়ালি আরও ভালোভাবে গুছিয়ে রাখতে ড্রাইভে স্ক্যানিং ফিচারে নতুন দুই আপডেট এনেছে টেক জায়ান্ট গুগল। নতুন এ দুটি সুবিধার মাধ্যমে ট্রেনের টিকিট, বিভিন্ন রসিদসহ বিভিন্ন ডকুমেন্ট স্ক্যান করে গুগল ড্রাইভে আপলোড করা আরও সহজ হবে। গুগল স্ক্যানারের সঙ্গে ‘ইমেজ ভিউফাইন্ডার’ ফিচার ও ‘অটো ক্যাপচার’ ক্যামেরা মোড যুক্ত করেছে গুগল। ছবির বিষয়বস্তু ক্যামেরার ফ্রেমের মধ্যে আনলেই অটো ক্যাপচার সঙ্গে সঙ্গেই সেটির ছবি তুলে ফেলবে।

গুগলের তথ্য প্রকাশকারী ওয়েবসাইট নাইনটুফাইভগুগলের মতে, ছবি তোলার পর ডকুমেন্ট স্ক্যানারে নতুন একটি ইন্টারফেস দেখা যাবে। এই ইন্টারফেসে ছবি এডিটের জন্য অনেকগুলো টুল রয়েছে। ক্রপ ও রোটেট, ফিল্টার (অটো, কালার ও গ্রেস্কেলের অপশন), রিটেক ও ডিলিটের মতো টুলগুলো এতে থাকবে। এডিটের পর টুলটি নির্দিষ্ট ফোল্ডারে সেভ করার সুযোগও দেবে।

সবার জন্য প্ল্যাটফর্মটি আরও ব্যবহারযোগ্য করে তুলতে গুগল আপডেটগুলো নিয়ে এসেছে। গুগল জানিয়েছে, এই আপডেটের মাধ্যমে গুগলের হোমপেজের একটি নতুন নকশাও নিয়ে আসা হয়েছে। ফলে গ্রাহকেরা প্রয়োজনীয় ফাইল খুব সহজে ও দ্রুত খুঁজে পাবে।

অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং ডিভাইসে এই নতুন সুবিধাগুলো দেখা যাবে। তাই তাড়াহুড়ার মধ্যেও গুগল ড্রাইভ ব্যবহার করা আরও সহজ হবে। শেয়ার, এডিট বা সর্বশেষ ব্যবহার করা ফাইলগুলো ড্রাইভের প্রথম দিকে দেখা যাবে।

এই আপডেটের মাধ্যমে নোটিফিকেশন মেনু পরিবর্তন করে ‘অ্যাক্টিভিটি মেনু’ নিয়ে আসা হয়েছে। এর ফলে সবগুলো ফাইল একই জায়গায় থাকবে। নিরাপদভাবে ফাইল বা ডকুমেন্ট সংরক্ষণের জনপ্রিয় প্ল্যাটফর্ম হলো গুগল ড্রাইভ। প্রয়োজন অনুসারে ফাইল ডাউনলোড ও শেয়ার করা যায় এই প্ল্যাটফর্মের মাধ্যমে।

তথ্যসূত্র: টেপরেডার