গতকাল সকালে নেপালের বিপক্ষে ২১ টি ডট বল করে টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড গড়েছিলেন তানজিম হাসান সাকিব। ২৪ ঘণ্টা না পেরোতেই সেই রেকর্ড ভাঙলেন লকি ফার্গুসন। এই কিউই পেসার ৪ ওভার বোলিং করে পুরো ২৪ বলই ডট দিয়েছেন। কোনো রান খরচ না করেই শিকার করেছেন ৩ উইকেট।
ইনিংসের পঞ্চম ওভারে প্রথম বোলিংয়ে আসেন ফার্গুসন। কিউই পেসারের করা প্রথম বলেই ড্রাইভ করতে গিয়ে প্রথম স্লিপে ক্যাচ দেন আসাদ ভালা। টানা দুই ওভার মেডেন নিলেও উইলিয়ামসন বোলিং থেকে সরিয়ে নেন ফার্গুসনকে।
দ্বিতীয় স্পেলে ১১তম ওভারে আবারও আক্রমণে আসেন ফার্গুসন। এবার দ্বিতীয় বলে চার্লস আমিনিকে এলবিডব্লু করে দেন। ফার্গুসন উইকেট নেন ১৪তম ওভারের দ্বিতীয় বলেও, এবার বোল্ড চ্যাড সোপার।
ম্যাচ শেষে ফার্গুসন বলেন, ‘ব্যাটিংয়ের জন্য কঠিন উইকেট। তবে এমন উইকেটে বোলিং করা আনন্দের। উচ্চাশা নিয়ে এসে আজই বিদায় নেওয়া হতাশার। তবে এটাই খেলা। খুব বেশি টি-টোয়েন্টি ম্যাচে আমি পুরোটা সময় সিম-আপ বোলিং করিনি। উইকেটে সহায়তা ছিল। সুইংও হচ্ছিল।’
৪ ওভারে ৪ মেডেন, আন্তর্জাতিক টি–টোয়েন্টি প্রথম এমনটা দেখে ২০২১ সালে। কানাডার বাঁহাতি স্পেনার সাদ বিন জাফর কুলিজে পানামার বিপক্ষে ৪ ওভারে কোনো রান না দিয়ে নিয়েছিলেন ২ উইকেট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।