জুমবাংলা ডেস্ক: আন্তর্জাতিক মুদ্রাবাজারে অন্যান্য মুদ্রার বিপরীতে যুক্তরাষ্ট্রের ডলারের দাম ব্যাপক কমেছে। গত ১৪ বছরের মধ্যে যা সর্বনিম্ন। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, যুক্তরাষ্ট্রে প্রত্যাশ্যার চেয়ে মূল্যস্ফীতি কমেছে। ফলে সুদহার কম বাড়াতে পারে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এতে বিনিয়োগকারীদের কাছে ডলারের আকর্ষণ কমেছে। কারণ, মার্কিন মুদ্রার মূল্য কমে যাবে।
বৃহস্পতিবার প্রকাশিত তথ্যে দেখা যায়, গত অক্টোবরে মার্কিন মুলুকে মূল্যস্ফীতি বেড়েছে ৭ দশমিক ৭ শতাংশ। গত জানুয়ারির পর যা সর্বনিম্ন। যেখানে পূর্বাভাস ছিল ৮ শতাংশ।
চলতি সপ্তাহে ডলার সূচক ১ দশমিক ৭ শতাংশ কমেছে। শুধু গত দুই দিনে তা হ্রাস পেয়েছে ৩ শতাংশ। ২০০৯ সালের পর যা সর্বনিম্ন।
ফলে অন্যান্য আন্তর্জাতিক মুদ্রার দর বৃদ্ধি পেয়েছে। চীনের মুদ্রা ইউয়ানের দাম ঊর্ধ্বমুখী হয়েছে ১ দশমিক ৩ শতাংশ। প্রতি ডলার বিক্রি হয়েছে ৭ দশমিক ০৫৯২ ইউয়ানে। ১ মাসের মধ্যে যা সর্বোচ্চ।
পাউন্ড স্টার্লিংয়ের মূল্য বেড়েছে ১ দশমিক ১ শতাংশ। প্রতি ব্রিটিশ মুদ্রা বিক্রি হয়েছে ১ দশমিক ১৮৩৯ ডলারে। দৈনিক ভিত্তিতে ২০১৭ সালে পর যা সর্বোচ্চ।
ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) প্রধান মুদ্রা ইউরোর মান বেড়েছে ১ দশমিক ৫ শতাংশ। প্রতি ইউরো বিকিয়েছে ১ দশমিক ০৩৫৬ ডলারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।