জুমবাংলা ডেস্ক: কোনোভাবেই ভারতের মুদ্রার পতন ঠেকানো যাচ্ছে না। শুক্রবারও (১৯ মে) যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে ভারতীয় রুপির দাম কমেছে। সাপ্তাহিক ভিত্তিতে গত ৯ সপ্তাহের মধ্যে যা সর্বনিম্ন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, এদিন ডলারের মান আরও বেড়েছে। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার বাড়িয়ে যাওয়ার ইঙ্গিত পাওয়ায় এ ঊর্ধ্বমুখিতা তৈরি হয়েছে। এছাড়া ইউএস জাতীয় ঋণের সীমা বৃদ্ধি নিয়ে ইতিবাচক আভাস পাওয়া গেছে। ফলে ভারতের মুদ্রা চাপে পড়েছে।
এ কার্যদিবসে প্রতি ডলার বিনিময় হয়েছে ৮২ দশমিক ৬৬ রুপিতে। আগের কর্মদিবসে (১৮ মে, বৃহস্পতিবার) যা ছিল ৮২ দশমিক ৬০ । গত ১৬ মার্চের পর যা সবচেয়ে কম। ওই দিন তা ছিল ৮২ দশমিক ৮০১০ রুপি।
সবমিলিয়ে চলতি সপ্তাহে ভারতীয় মুদ্রার অবমূল্যায়ন ঘটেছে শূন্য দশমিক ৬ শতাংশ। যুক্তরাষ্ট্রের ঋণের পরিসীমা বৃদ্ধি নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। এতে ডলার সূচক ৮ সপ্তাহের মধ্যে সর্বোচ্চে উঠেছে। কেবল গত ২ সপ্তাহেই তা বেড়েছে প্রায় ২ শতাংশ।
কোটাক সিকিউরিটিজের এফএক্স ও সুদের হার গবেষণার প্রধান অনিন্দ্য ব্যানার্জী বলেন, অন্যান্য মুদ্রার সঙ্গে রুপির পারফরম্যান্স একেবারেই সঙ্গতিপূর্ণ। ইতোমধ্যে ডলারের শক্তি বেড়েছে। এজন্য ভারতীয় মুদ্রার পতন ঘটছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।