জুমবাংলা ডেস্ক : ডলারে আমানত রাখলে ৪ থেকে ৫ শতাংশ পর্যন্ত সুদ পাবেন আমানতকারীরা। গতকাল সোমবার (১ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে। ফলে এখন ডলারে আমানত রাখলে বেশি সুদ দেবে ব্যাংকগুলো। তবে বেঞ্চমার্ক রেফারেন্স রেটের কারণে এ হার কমবেশি হবে।
সার্কুলারে বলা হয়, অনিবাসী বৈদেশিক মুদ্রা হিসেবে ১ থেকে ৩ বছর ডলার আমানত রাখলে বেঞ্চমার্ক রেফারেন্স রেটের সঙ্গে ২ দশমিক ২৫ শতাংশ সুদহার প্রযোজ্য হবে। আর ৫ বছর পর্যন্ত রাখলে ৩ দশমিক ২৫ শতাংশ হারে সুদ মিলবে।
বৈশ্বিক প্রতিষ্ঠান এসওএফআর একাডেমির তথ্যমতে, ডলারের বেঞ্চমার্ক রেফারেন্স রেট (বিশেষ সুদের ভাসমান হার) এখন ২ দশমিক ২৭ শতাংশ। গত ১ মাসে যার গড় ১ দশমিক ৬৩ শতাংশ। সেই হিসাবে ১ বছর থেকে ৩ বছর পর্যন্ত আমানতে মোট সুদ দাঁড়াবে ৪ দশমিক ৫২ শতাংশ।
আর ৩ থেকে ৫ বছর পর্যন্ত বর্তমান বেঞ্চমার্ক রেফারেন্স রেটের সঙ্গে ৩ দশমিক ২৫ শতাংশ যোগ হলে মোট সুদ দাঁড়ায় ৫ দশমিক ৫২ শতাংশ। অর্থাৎ ডলারে আমানত রাখলে মেয়াদভেদে সুদের হার গড়ে ৪ থেকে ৫ শতাংশের মধ্যে থাকবে।
এর আগে ১৭ জুলাই ইউরো কারেন্সি রেট প্রত্যাহার করে সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক। অনিবাসী বৈদেশিক মুদ্রা জমা উৎসাহিত করতে এ উদ্যোগ নেয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।