জুমবাংলা ডেস্ক : নরসিংদীর পলাশের সামাজিক সংগঠন দুরন্ত পলাশের উদ্যোগে ‘ক্যারিয়ার আড্ডা’ অনুষ্ঠিত হয়েছে। ১-অক্টোবর,২২ শনিবারে ঐতিহ্যবাহী ডাংগা হাইস্কুল পাঠাগারে উক্ত ক্যারিয়ার আড্ডা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সিনিয়র সহ সভাপতি আলমগীর হোসেনের সঞ্চালনায় উক্ত আড্ডায় উপস্থিত ছিলেন নরসিংদী পাবলিক কলেজের পরিচালক জনাব আবদুল গাফফার, সুপ্রীম কোর্টের আইনজীবী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মুনসি আবদুল আলিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ব্যাংকার মুনিম শাহরিয়ার ও আবদুল বাতেন, সংগঠনটির সভাপতি ও বহুজাতিক শিপিং কোম্পানির নির্বাহী সোহরাব হোসেন রোকন, অনলাইন নিউজ পোর্টাল জুম বাংলার পরিচালক আরিফ মিয়াসহ বিভিন্ন শ্রেণি ও পেশার ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠানে আলোচকগণ ক্যারিয়ার গঠনের জন্য বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন। বিসিএস ও বহুজাতিক কোম্পানীসহ বিভিন্ন চাকরীর পরিক্ষার জন্য কিভাবে পড়ালেখা করলে, সময়কে কিভাবে ব্যবহার করলে সফলতা পাওয়া যায় সে বিষয়ে বিষদ আলোচনা করেন তারা।
উক্ত অনুষ্ঠানে আলোচকগণ বলেন প্রতিটি মানুষের কর্মক্ষেত্রে যোগদানের পূর্বে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। কর্মক্ষেত্রে হতাশা নয়, সততার সাথে কাজ করলে সাফল্য আসবেই। ভবিষ্যত পরিকল্পনা থাকতে হবে। ভবিষ্যৎ পরিকল্পনা যদি সঠিক হয় তাহলে শিক্ষাজীবন শেষে কর্মজীবনে অবশ্যই সফলতা আসবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।