ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ১২টি সম্পাদকীয় পদের মধ্যে ৯টিতে জয়ী হয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। তিনটি পদে জিতেছেন স্বতন্ত্র প্রার্থী। ছাত্রদল, বামপন্থি দুই প্যানেল ও এনসিপির ছাত্র সংগঠন বাগছাসের প্যানেল থেকে কেউ জিততে পারেননি।
ডাকসুতে পদ সংখ্যা ২৮, যার মধ্যে ১২টি সম্পাদকীয় এবং ১৩টি সদস্যপদ। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন। এর আগে ছাত্রদলসহ কিছু প্যানেল ভোটের ফল বর্জন করে।
শিবির সমর্থিত জোটের বিজয়ীরা (সম্পাদকীয় পদ):
সহসভাপতি (ভিপি): আবু সাদিক কায়েম
সাধারণ সম্পাদক (জিএস): এস এম ফরহাদ
সহসাধারণ সম্পাদক (এজিএস): মুহা মহিউদ্দীন খান
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: ফাতেমা তাসনিম জুমা
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ইকবাল হায়দার
কমন রুম/রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: উম্মে ছালমা
আন্তর্জাতিক সম্পাদক: জসীমউদ্দিন খান
ক্রীড়া সম্পাদক: আরমান হোসেন
ছাত্র পরিবহন সম্পাদক: আসিফ আব্দুল্লাহ
ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক: মাজহারুল ইসলাম
স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: এম এম আল মিনহাজ
মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক: মো. জাকারিয়া
স্বতন্ত্র বিজয়ীরা:
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ
গবেষণা ও প্রকাশনা সম্পাদক: সানজিদা আহমেদ তন্বি
সমাজসেবা সম্পাদক: যুবাইর বিন নেছারী
সদস্য পদে বিজয়ী (ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে):
সাবিকুন্নাহার তামান্না (১০,০৪৮ ভোট)
সর্বমিত্র (৮,৯৮৮ ভোট)
আনাস ইবনে মুনির (৫,০১৫ ভোট)
ইমরান হোসেন (৬,২৫৬ ভোট)
তাজিনুর রহমান (৫,৬৯০ ভোট)
মেফতাহুল হোসেন আল মারুফ (৫,০১৫ ভোট)
বেলাল হোসাইন অপু খান (৪,৮৬৫ ভোট)
রাইসুল ইসলাম (৪,৫৩৫ ভোট)
মো. শাহিনুর রহমান (৪,৩৯০ ভোট)
মোছা. আফসানা আক্তার (৫,৭৪৭ ভোট)
রায়হান উদ্দীন (৫,০৮২ ভোট)
সদস্য পদে হেমা চাকমা ও উম্মু উসউয়াতুন রাফিয়া জয়লাভ করেছেন।
এই নির্বাচনে শিবির সমর্থিত জোটের প্রাধান্য স্পষ্ট, যেখানে অন্য রাজনৈতিক দল ও প্যানেলরা কোনো সম্পাদকীয় পদ জয় করতে পারেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।