ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকায় সর্বসাধারণের প্রবেশাধিকার সীমিত ও জনসাধারণের প্রবেশাধিকারযোগ্য তালিকা থেকে নারী শিক্ষার্থীদের ছবি অপসারণের দাবিতে রিট করেছেন বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী। এ প্রেক্ষিতে সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশিত ভোটার তালিকা উন্মুক্ত রাখাকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যদিও রিটকারী শিক্ষার্থীদের দাবি ছিল ওয়েবসাইটে তথ্য থাকুক, কিন্তু তা নিয়ন্ত্রিত ও নারীদের ছবি ছাড়া।
জানা যায়, গত রবিবার (২৪ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের শিক্ষার্থী সাখাওয়াত জাকারিয়া, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রিদওয়ান মন্ডল রিফাত, অপরাধবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাসনিম জুমা এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাবিকুন নাহার তামান্না এ রিট আবেদন করেন। তাদের মধ্যকার তিনজন শিবির সমর্থিত প্যানেল থেকে ডাকসুর প্রার্থী। তবে রিদওয়ান মন্ডল রিফাত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা হলেও তিনি স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিচ্ছেন।
শিক্ষার্থীদের আবেদনে বলা হয়, ভোটার তালিকায় জনসাধারণের প্রবেশাধিকার সীমিত করার এবং জনসাধারণের প্রবেশাধিকারযোগ্য ভোটার তালিকা থেকে নারী শিক্ষার্থীদের ছবি অবিলম্বে অপসারণ করতে হবে। জনগণের সংবিধানের ৩১, ৩২ এবং ৪৩ অনুচ্ছেদের অধীনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য এবং তথ্যের গোপনীয়তার অধিকার রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
রিট আবেদন ও বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের ব্যাপারে বক্তব্য জানিয়ে সাখাওয়াত জাকারিয়া বলেন, আমরা আমাদের রিটে চেয়েছি যে, ডাকসুর ভোটার লিস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে থাকবে কিন্তু পাবলিক থাকবেনা। শিক্ষার্থীরা তাদের রেজিস্ট্রেশন নম্বর, মেইল ও অন্যান্য তথ্য দিয়ে প্রবেশ করতে পারবে, এমন সুযোগ চেয়েছিলাম। আর নারী শিক্ষার্থীদের ছবি রিমুভ করার দাবি জানিয়েছিলাম, কারণ এটা পাবলিক হওয়ায় অনেকেই হেনস্থার শিকার হয়েছেন। কিন্তু রিটের পর বিশ্ববিদ্যালয় পুরো তালিকাই ওয়েবসাইট থেকে গায়েব করে দিয়েছে, যা আমরা চাইনি। ভোটার তালিকাটা থাকবে, এটাই তো আমাদের অধিকার। এজন্য আমরা চাচ্ছি, তালিকা এক্সেসিবল করা হোক, গায়েব নয়।
এদিকে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাবি শাখার সভাপতি এস এম ফরহাদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে জানান, সুপ্রিম কোর্টে রিট করার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেল থেকে আইন ও মানবাধিকার সম্পাদক পদপ্রার্থী শাখাওয়াত জাকারিয়া।
ফেসবুক স্ট্যাটাসে বিশ্ববিদ্যালয়ের দেওয়া বিজ্ঞপ্তিটি যুক্ত করে তিনি লেখেন, আমাদের প্যানেলের আইন ও মানবাধিকার সম্পাদক পদপ্রার্থী মোঃ জাকারিয়া এর চমৎকার কাজ। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেভাবে শিক্ষার্থীদের সকল ইনফরমেশনের পাবলিক এক্সেস দিয়ে দিয়েছিলো সেটা শুধু মাত্র নারী শিক্ষার্থীদের জন্য না বরং সকল লিঙ্গ-ধর্ম-বর্ণের শিক্ষার্থীর জন্য কনসার্নের ব্যাপার।
তিনি আরও বলেন, পর্দানশীন নারীদের ছবি নিয়ে নানান ধরনের হ্যারাসমেন্টের ঘটনা ঘটে গিয়েছে এর মধ্যে। এই ব্যাপারে প্রশাসনের রেস্পন্স না পেয়ে আমরা সুপ্রিম কোর্টে রিট করেছিলাম। তার প্রেক্ষিতে প্রশাসন আজ এই সিদ্ধান্ত নেয়।
এর আগে, গতকাল (২৪ আগস্ট) ডাকসু নির্বাচনের চীফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর চূড়ান্ত ভোটার তালিকা সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল। শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সর্বসাধারণের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রদর্শন আজ ২৪ শে আগস্ট ২০২৫ তারিখ থেকে বন্ধ করা হলো। উল্লেখ্য যে, কেবলমাত্র সংশ্লিষ্ট হল ও দপ্তরগুলোর জন্যই চূড়ান্ত ভোটার তালিকা উন্মুক্ত থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।