ছোট ও বড় পর্দার বহুমুখী তারকা শাহরিয়ার নাজিম জয় শুধু অভিনয়ে নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব উপস্থিতির জন্য পরিচিত। নানা ইস্যুতে অকপটে নিজের মতামত প্রকাশ করেন তিনি।
এদিকে, চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট প্রদান। শ্রেণি নির্বিশেষে সবাই এই নির্বাচন নিয়ে ভাবছেন। উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ও আছেন এ তালিকায়।
নিজের ফেসবুকে আজ জয় লিখেছেন, ডাকসু নির্বাচনের ফলাফলে ভবিষ্যতের অনেক ইঙ্গিত প্রকাশ পাবে। ডাকসু শুধু ডাকসু নয়। জাতীয় নির্বাচনের আগাম সংবাদ। ভোটগ্রহণ থেকে ফলাফল সবকিছুই হবে ভবিষ্যতের বড় অংক। শুভকামনা।
জয় ছাড়াও তারকাদের অনেকে ডাকসু নিয়ে নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন। কণ্ঠশিল্পী বেলাল খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়েও কখনও ডাকসুতে ভোট দিতে পারেননি। এ নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন গায়ক।
তিনি লিখেছেন, চলছে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ কার্যক্রম। ছাত্রাবস্থায় কখনও ডাকসু নির্বাচন পাইনি বলে একটা আক্ষেপ আছে। বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা নিশ্চয় যোগ্য ছাত্রনেতাকেই নির্বাচিত করবে বলে আমি বিশ্বাস করি।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল আটটা থেকে শুরু হয়েছে ডাকসু নির্বাচনের ভোট প্রদান। চলবে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনে একজন ভোটারকে মোট ৪১টি ভোট দিতে হবে। কেন্দ্রীয় সংসদে ২৮টি, হল সংসদে ১৩টি পদে। মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।