জুমবাংলা ডেস্ক : গোপালগঞ্জের মুকসুদপুরে স্থানীয় জনতা চোর সন্দেহে ছয় ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
রবিবার (১৯ জানুয়ারি) রাত ২টার দিকে মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ফুলারপাড় বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গোবিন্দপুর ইউনিয়নের ফুলারপাড় বাজার থেকে একটি পিকআপ ভ্যান নিয়ে যাওয়ার সময় চোর সন্দেহ হলে সেখানকার স্থানীয়রা তাদের ধাওয়া করে আটক করে। পরে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি পিকআপ ও ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- পার্শ্ববর্তী মাদারীপুরের রাজৈর থানার ঘোষাল কান্দি গ্রামের ওহাব শেখের ছেলে শহীদ শেখ (২৫), একই থানার পূর্ব সরমঙ্গল এলাকার মজিবর সরদারের ছেলে মো. তুহিন সরদার (২৮), একই থানার পশ্চিম সরমঙ্গল এলাকার সরোয়ার ব্যাপারে ছেলে জালাল ব্যাপারী (৩৫), মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের ওলি খানের ছেলে রকিব ওরফে শাহীন (২৮), একই উপজেলার মোল্লাদী গ্রামের তাহের খানের ছেলে রমজান খান (২৫) ও একই উপজেলার খাঞ্জাপুর এলাকার শাহজাহান ফকিরের ছেলে সবুজ ফকির ওরফে সজীব (২৫)।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।