জুমবাংলা ডেস্ক : গত ৪ আগস্ট সকালে ছাত্র আন্দোলনে উত্তাল কারওয়ান বাজারে বিক্ষুব্ধ জনতার মাঝে ছিলেন ডা. আরাফাত রহমান অদ্রি। সঙ্গে ছিলেন তাঁর ছোট ভাই সাদাকাত রহমান দিপ্র। তিনি আমেরিকার হিউস্টন বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর ডিগ্রি শেষ করে মাত্র দেশে ফেরেন। কারওয়ান বাজারে আন্দোলনের সময়ে রাইফেলের গুলি সাদাকাত রহমান দিপ্রর পেট ভেদ করে বেরিয়ে যায়। এ সময় তাঁর ডাক্তার ভাই সঙ্গে থাকায় মৃত্যুর হাত থেকে বেঁচে যান দিপ্র।
জানা গেছে, আন্দোলনে অংশ নেওয়া দুই ভাই অদ্রি ও দিপ্র পিলখানা হত্যাকাণ্ডে নিহত লেফট্যানেন্ট কর্নেল কাজি রবি রহমানের সন্তান। ফার্মগেট এলাকায় গুলির মুখে পড়েন দুই ভাই। প্লাস্টিকের সড়ক বিভাজন দিয়ে আত্মরক্ষার চেষ্টা করেন তাঁরা। এসময় ছোটভাই দিপ্র পেটে গুলিবিদ্ধ হন। ডাক্তার বড় ভাই অদ্রি তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
ছাত্র আন্দোলনকারী ডা. কাজী অদ্রি আরাফাত রহমান বলেন, ‘হঠাৎ ও (ছোট ভাই দিপ্র) চিৎকার করে পড়ে গেল। ওই সময় আমার সঙ্গে ছিল আমার ফুপাতো ভাই, আমরা তিনজন ট্রাঙ্গেলে ছিলাম। আমার ছোট ভাই পড়ে যাওয়ার পরে পাশের গলিতে নিয়ে গিয়ে এক ভ্যান পাই। ভ্যানটি তালাবদ্ধ ছিল, কিন্তু কীভাবে যেন তাৎক্ষণিক ওই ভ্যানের চালক চলে আসেন এবং নিজের থেকে তালাটা খুলে কাওরান বাজারের ওই পাশ দিয়ে বিআরবি হাসপাতালে নিয়ে আসেন।’
পিলখানা হত্যাকাণ্ডে নিহত কর্নেল ডা. কাজি রবি রহমানের এই দুই ছেলে, বাবা হত্যার সঠিক তদন্ত ও পিলখানায় হত্যাযজ্ঞে দায়ীদের শাস্তির দাবিতে মূলত ছাত্র আন্দোলনে অংশ নেন।
ডা. কাজী অদ্রি আরাফাত রহমান আর বলেন, ‘পরিবারের সকলের বিশ্বাস আছে, যে সরকার বিডিআর বিদ্রোহের সঙ্গে সরাসরি জড়িত, ছাত্র-জনতার সঙ্গে মিশে আমরা যদি ওই সরকারকে পতনের ভূমিকা রাখতে পারি, এর থেকে সন্তুষ্টজনক কিছু আর হতে পারত না।’
ছোট ছেলে গুলি খাওয়ার পর স্বামী হারা ডা. ফৌজিয়া রশিদ মনে করেছিলেন স্বামীর পর ছেলেরও কবর দেখতে হবে তাঁকে। কিন্তু ডাক্তার ছেলে সঙ্গে থাকায় মৃত্যু দেখতে হয়নি তাকে।
কর্নেল রবি রহমানের স্ত্রী ডা. ফৌজিয়া রশিদ বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, যাও তোমরা। ওদের শুধু এতটুকু বলে দিয়েছি যে, তোমরা তোমাদেরকে সেভ করবা। আর কিছু বলি নাই।’
এদিকে আহত দিপ্রর চিকিৎসার ভার নিয়েছে সেনাবাহিনী। পিলখানা হত্যাকাণ্ডের মতো ছাত্র আন্দোলনে হত্যা মামলাগুলো যেন আটকে না থাকে- এমন প্রত্যাশা শহীদ কর্নেল রবি পরিবারের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।