স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের মূল লড়াই শুরু হতে বাকি এখনো বাকি মাস তিনেক। কিন্তু বিশ্ব আসরের বাছাইপর্বেই যেন উত্তেজনার পারদ ছড়াচ্ছে বেশি। প্রতিটি ম্যাচেই অবিশ্বাস্য, অকল্পনীয় ক্রিকেট ম্যাচ উপহার দিয়ে যাচ্ছে অংশগ্রহণকারী দেশগুলো। যার সর্বশেষ প্রদর্শন দেখা গেল ওয়েস্ট ইন্ডিজ-নেদারল্যান্ডস ম্যাচে।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৭৪ রানের বিশাল সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু জবাবে লক্ষ্য তাড়ায় ডাচরাও ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ঠিক সমান রান করে। ম্যাচের ফল নির্ধারণ না হওয়ায় সুপার ওভারে গড়ায় খেলা। সেখানে দারুণ আধিপত্য দেখিয়ে জয় তুলে নিয়েছে নেদারল্যান্ডস।
সুপার ওভারে প্রথমে ব্যাটিংয়ে নামে নেদারল্যান্ডস। ব্যাট হাতে ক্যারিবীয় পেসার জেসন হোল্ডারের ৬ বলে ৩০ রান তুলে ফেলেন ফন বিক, হাঁকান সমান ৩টি করে চার ও ছক্কা। এরপর বল হাতেও জাদু দেখান এই অলরাউন্ডার। তার মিডিয়াম পেস বোলিংয়ে লক্ষ্য তাড়ায় ২ উইকেট হারিয়ে ৮ রানের বেশি করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।
এই জয়ে গ্রুপ ‘এ’ এর সুপার সিক্সে জিম্বাবুয়ের পর জায়গা করে নিলো ডাচরা। আর এই হারে বিশ্বকাপে খেলার স্বপ্ন অনেকটাই শেষ হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের! কারণ ওয়েস্ট ইন্ডিজ সুপার সিক্সে উঠেছে শূন্য পয়েন্ট নিয়ে। যেখানে সুপার সিক্সে ওঠা অন্য দুই দল জিম্বাবুয়ের পয়েন্ট ৪ ও নেদারল্যান্ডসের ২।
সোমবার (২৬ জুন) হারারেতে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। উদ্বোধনী জুটিতে শতরানের জুটি গড়েন ব্রেন্ডন কিং ও জনসন চার্লস। দলীয় ১০১ রানের মাথায় জনসন চার্লস ৫৫ বলে ৫৪ রান করে আউট হয়ে যান। আরেক ওপেনার কিং ৮১ বলে করেন ৭৬ রান। তার বিদায়ের আগে ফেরেন শামরাহ ব্রুকস ৩১ বলে ২৫ রান করেন।
চতুর্থ উইকেটে অধিনায়ক শাই হোপের সাথে জুটি গড়েন নিকোলাস পুরান। তারা দুজনে মিলে গড়েন ১০৮ রানের জুটি। হোপ ৩৮ বলে ৪৭ রান করে ফিফটি বঞ্চিত হন। তবে সেঞ্চুরির দেখা পেয়েছেন নিকোলাস পুরান। ৬৫ বলে ১০৪ রান করেন বাঁহাতি ব্যাটসম্যান। ৯ চার ও ৬ ছক্কায় সাজান তার ইনিংস।
শেষ দিকে কেমো পলের ২৫ বলে ৪৬ রানের ঝড়ে ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে স্কোরবোর্ডে ৩৭৪ রানের বিশাল পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ।
পাহাড়সম লক্ষ্য পেয়েও পথ ভোলেনি নেদারল্যান্ডসের ব্যাটাররা। শুরু থেকেই সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের কড়া জবাব দিচ্ছিল তারা। কিন্তু ভালো শুরু পেয়ে ইনিংস বড় করতে পারেনি শুরুর চার ব্যাটসম্যান। বিক্রমজিত সিং ৩৭, ম্যাক্স ও’ডড ৩৬, ওয়েশলি বারসি ২৭ ও বাস ডি লিট ৩৩ রান করেন।
তবে পাঁচে নামা তেজা নিডামানুরু আক্রমণাত্মক ব্যাটিংয়ে দলকে পথ দেখান। এই ব্যাটার ৭৬ বলে ১১ চার ও ৩ ছক্কায় ১১১ রান করেন। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছিলেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস। তবে তার ৪৭ বলে ৬৭ রানে বিদায়ে ভেঙে যায় নিডামানুরুর সাথে পঞ্চম উইকেটে ৯০ বলে ১৪৩ রানের জুটি।
পরে দ্রুত দুই ব্যাটসম্যান ফিরে গেলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে ফন বিক ১৪ বলে ২৮ রান করে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান। কিন্তু শেষ পথটা পাড়ি দিতে পারেননি ডানহাতি ব্যাটসম্যান। জয়ের জন্য ইনিংসের শেষ বলে ১ রান দরকার থাকলেও মিড উইকেটে হোল্ডারের হাতে ক্যাচ তুললে ম্যাচ টাই হয়ে যায়।
এরপর সুপার ওভারে ধ্রুপদী পারফরম্যান্সে নেদারল্যান্ডস স্রেফ ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়েছে। চার ম্যাচে তৃতীয় জয় নিয়ে সুপার সিক্স নিশ্চিত করেছে তারা। ওয়েস্ট ইন্ডিজের এটি চার ম্যাচে দ্বিতীয় হার, আগের ম্যাচে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।