জুমবাংলা ডেস্ক : ডাচ্-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিবিসিসিআই) ১৯তম বার্ষিক সাধারণ সভা ২৮ জানুয়ারি ঢাকার একটি স্থানীয় হোটেলে অনুষ্ঠিত হয়। সভায় সাকি লাইনস লিমিটেডের (সাকি গ্রুপ) ব্যবস্থাপনা পরিচালক, ব্যবসায়ী মো. আনোয়ার শওকাত আফসার দ্বিতীয়বারের মতো ২০২০-২২ মেয়াদের জন্য ডিবিসিসিআইয়ের সভাপতি নির্বাচিত হন।
শওকাত আফসার সাকি লাইনস লিমিটেড, সাকি পেট্রোলিয়াম লিমিটেড ও সাকি পোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সাকি টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন কোম্পানির স্বত্বাধিকারী। তিনি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪ বাংলাদেশের ২০০৫-০৬ মেয়াদের ডিস্ট্রিক্ট গভর্নর এবং লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫ বাংলাদেশের ২০০৬-০৭-এর চেয়ারপারসন ছিলেন।
সভায় ১৩ সদস্যের পরিচালনা বোর্ড নির্বাচন করা হয়। এবারের বোর্ডে রয়েছেন জ্যেষ্ঠ সহসভাপতি হাছান মাহমুদ চৌধুরী, সহসভাপতি মো. আতিকুল হক, সহসভাপতি জাকারিয়া শহিদ, মহাসচিব শাখাওয়াত হোসেন মামুন, যুগ্ম মহাসচিব আতাউস সোপান মালিক, পরিচালক অর্থ নোয়াফেল বিন রেজা, পরিচালক: কাজি আফতাবুর রহমান, ডা. আহমেদ রবিন ইস্পাহানী, নাজমুল হক, মো. শাহ আলম, মীর মোহম্মদ নাসির ও মো. রবিউল হোসেন।
বিদায়ী সভাপতি ফারুক হাসান সভা পরিচালনা করেন এবং নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এতে নির্বাচন কমিটির সভাপতি ও সদস্য, ডিবিসিসিআইয়ের ১৩০ জন সদস্যরা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।