ডানকি-সালার: দুই বড় তারকার হাড্ডাহাড্ডি লড়াই এর সাক্ষী হতে যাচ্ছে বলিউড

ডানকি
বহুল প্রতীক্ষিত সিনেমা ডানকি রিলিজ পেতে চলেছে। ২০২৩ সালের শেষ দিকে ডানকি সিনেমাটি বিপুল জনপ্রিয়তা পাবে বলে আশা করা হচ্ছে। একই সময়ে সালার সিনেমাটিও রিলিজ পেতে যাচ্ছে। কাজেই দুইটি সিনেমা একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে কাজ করছে।
ডানকি
ভারতে একই সময় দুই বড় তারকার সিনেমা রিলিজ পাওয়া নতুন কিছু নয়। এর আগেও বলিউড একাধিকবার এ ধরনের ঘটনার সাক্ষী হয়েছে। তবে এবারের ঘটনা ভিন্ন। অভিনেতা প্রভাসের একাধিক সিনেমা হিট হতে পারেনি। কাজেই সালার সিনেমা দিয়ে তিনি আবারও পুরনো রূপে ফিরে যেতে চান।
এ দুটি সিনেমা ভারতের সবথেকে বেশি হাইপ সৃষ্টি করেছে। রাজকুমারীর সাথে শাহরুখ খানের ডানকি সিনেমা বিপুল রাজস্ব উপার্জন করতে সক্ষম হতে পারে। বক্স অফিসে লড়াইয়ের পূর্বে অগ্রিম টিকিট বিক্রির লড়াই শুরু হয়েছে।
অলরেডি ১.২৪ কোটি রুপি অর্থ উপার্জন করেছে ডানকি সিনেমা। নির্মাতারা আশা করছেন যে, অগ্রিম বুকিং থেকে শুরু করে ২০২৩ সালের সকল সিনেমাকে চ্যালেঞ্জ করতে পারবে ডানকি মুভিটি। এ সিনেমাটি একুশে ডিসেম্বর মুক্তি পেতে চলেছে।
অন্যদিকে সালার সিনেমাটি রিলিজ পেতে যাচ্ছে ২২ ডিসেম্বরে। সালার অলরেডি দেড় কোটি  রুপির মূল্যের টিকিট বিক্রি করতে সক্ষম হয়েছে। শাহরুখ খান সিনেমাটির প্রচারের জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এমনকি তিনি দুবাইতে গিয়ে দর্শকদের সামনে পারফর্ম করেছেন।
দুবাইতে তিনি উল্লেখ করেন যে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং শ্রীলংকার অনেক নাগরিক দুবাইতে এসে কাজ করেন এবং দীর্ঘ সময় এখানে বাস করতে হয়। সুযোগ থাকলেও পরিবারের নিকট স্বদেশে ফিরে যাওয়া যায় না। তাদের প্রতি নিজের অনুভূতি ব্যক্ত করেছেন কিং খান। এ দুটি সিনেমার লড়াই শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে তা দেখার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।