Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home ডালে ডালে যদি প্যাঁচা বসে থাকে তাহলে ময়না পাখি বসার জায়গা কোথায়
    মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার রাজনীতি

    ডালে ডালে যদি প্যাঁচা বসে থাকে তাহলে ময়না পাখি বসার জায়গা কোথায়

    October 9, 2024Updated:October 9, 20243 Mins Read

    জুমবাংলা ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘সাড়ে ১৫ বছরে জমানো জঞ্জাল রাতারাতি শৃঙ্খলায় আনা সম্ভব নয়। সেজন্য তাদের (অন্তর্বর্তীকালীন সরকার) সময় দিতে হবে। তাদের এজন্য বেগও পেতে হচ্ছে। তারা চেষ্টা করছেন কিন্তু জনগণের প্রত্যাশা তো অনেক বেশি। আমরাও হয়ত একটু বেশি প্রত্যাশা রাখি। তবে সার্বিকভাবে সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দেওয়ার পক্ষে আমরা।’

    সোমবার রাতে ঢাকা পোস্টকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন জামায়াত আমির। সেই সাক্ষাৎকারটি হুবহু তুলে ধরা হলো-

    তিনি বলেন, ‘ডালে ডালে যদি প্যাঁচা বসে থাকে তাহলে ময়না পাখি বসার জায়গা কোথায়? সেই প্যাঁচা সরানোর সুযোগ তো দিতে হবে। পতিত আওয়ামী লীগের দোসর, ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী দলকানা কর্মকর্তাদের সরানো না গেলে ছাত্র-জনতার বিপ্লবের সুফল পাওয়া থেকে বঞ্চিত হবে জনগণ।’

    ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ১৫ বছরের ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে গত ৫ আগস্ট। শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের তিন দিনের মাথায় দায়িত্ব নেয় শান্তিতে নোবেল বিজয়ী ড মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। আজ দুই মাস পূর্ণ হয়েছে ইউনূস সরকারের। দুই মাসে নানান কাজে অসংগতির কারণে সমালোচনার মুখে পড়তে হচ্ছে ড. ইউনূসের সরকারকে।

    অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল চাওয়া-পাওয়া ও প্রত্যাশার ডুলি খুলে বসেছে। অনেকে রাতারাতি অনেক কিছুরই হিসাব মেলাতে চাইছেন।

    তবে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস সরকারের দুই মাস পূর্তিতে জামায়াত আমির প্রতিক্রিয়া জানান সাবধানী ও কৌশলী হয়ে। তাতে সরকারকে যেমন সমর্থন করেছেন তেমনি জনগণের প্রত্যাশা ও চাপ বৃদ্ধির কথা স্মরণ করিয়ে দিয়েছেন সরকারকে।

    জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘মানুষ শতভাগ পারফেক্ট নয়। আমিও না, আপনিও না। মানুষ মাত্রই ভুলভ্রান্তি থাকতে পারে। এটা পার্সোনালি থাকে, কালেক্টিভলি থাকে। অন্তর্বর্তীকালীন সরকার তাদের সক্ষমতা ও আন্তরিকতার জায়গা থেকে শতভাগ চেষ্টা করছেন বলেই আমরা আশা করছি।’

    তিনি বলেন, ‘সাড়ে ১৫ বছরের জমানো জঞ্জাল তো, এগুলো শৃঙ্খলায় আনতে তাদের সময় দিতে হবে। তাদেরও বেগ পেতে হচ্ছে। তারা তো তাদের মতো করার চেষ্টা করছেন, কিন্তু জনগণের প্রত্যাশা অনেক বেশি। আমরাও হয়ত একটু বেশি প্রত্যাশা রাখি। কিন্তু জনগণের সব প্রত্যাশা একটা নির্বাচিত সরকারও পূরণ করতে পারে না। সেটা ফেয়ার গর্ভমেন্ট হলেও। তবে আনফেয়ার হলে তো কথাই নেই।’

    ডা. শফিকুর রহমান বলেন, ‘এদিক থেকে আমরা তাদের জন্য বলেছি যৌক্তিক সময়ের বিষয়ে। কী কাজ করতে হবে তা তো বুঝে উঠবে, যাকে দিয়ে কাজ করাবেন তাকে তো সেটা বুঝে ওঠার সময় দিতে হবে। সেই সময়টা হয়ত তার নিচ্ছেন। কিন্তু সেটা দেরি হয়ে যাক তা আমরা চাই না। আমরা চাই তারা ফুল সুইংয়ে তাদের কাজটা করুক।’

    সরকারের সফলতা ব্যর্থতার সার্বিক মূল্যায়নের ব্যাপারে তিনি বলেন, ‘সফলতা বা ব্যর্থতার বিষয়টি আসলে মোটা দাগে বলা যায় না। এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থতা বলার সময় এখনো আসেনি।’

    সার্বিক সংস্কার প্রশ্নে তিনি বলেন, ‘আমরা সরকারকে অবশ্যই পরামর্শ দিয়েছি। আমরা তো আশা রাখি সরকার সেগুলো আমলে নিয়ে কাজ করবে। শুধু জামায়াতে ইসলামীই নয়, সব দলই পরামর্শ দিয়েছে। বিএনপি তো ওপেনলি কথা বলেছে। এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই, অন্তত স্বৈরাচারে যারা সহযোগী ছিলেন মানুষের উপর জুলুম অত্যাচারের অংশীদার ছিলেন, মানুষের সম্পদ, আমানত যারা নষ্ট করেছেন, বেহাত করেছেন, নিজেরা নিজেদের সম্পদকে কপাল বানিয়েছেন দুর্নীতির মাধ্যমে। নৈতিকভাবে তারা সার্ভিসে থাকার অধিকার নিজেরাই হারিয়ে ফেলেছেন। সে রকম জায়গায় অবশ্যই হাত দিতে হবে। হাত না দিলে কেমনে হবে? এতে কে খ্যাপল আর কে খ্যাপল না এটা তো বড় কথা নয়। বড় কথা হচ্ছে দেশ ও জাতির স্বার্থকে বড় করে দেখতে হবে।’

    অন্তর্বর্তীকালীন সরকারের দুই মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জামায়াত আমির বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির বড় যে কোনো অবনতি হচ্ছে সে রকম কিছু ঘটেনি। এখন যা আছে আগেও তারচেয়ে ভালো ছিল তাও আমি বা আপনি কেউ বলতে পারব না। আগে ভালো হয়নি বলে যে এখন ভালো হবে না এমন কোনো কথা নয়। আবার আগেরটাই যদি থেকে যায় তাহলে চেঞ্জটা কেন হলো? আমরা আসলে ভালোটা আশা করি, আরও ভালোটাই তো আমরা দেখতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে।’

    দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে নৌবাহিনী

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘জায়গা‘ ‘ময়না কোথায় ডালে তাহলে থাকে পাখি প্যাঁচা বসার বসে মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার যদি রাজনীতি
    Related Posts
    খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটি

    খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটির আত্মপ্রকাশ

    May 24, 2025

    জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার : উপদেষ্টা পরিষদের বিবৃতি

    May 24, 2025

    ড. ইউনূসকে রাষ্ট্রপতি করার দাবিতে শাহবাগে ‘মার্চ ফর ইউনূস’ কর্মসূচি

    May 24, 2025
    সর্বশেষ সংবাদ
    TCL C845 QLED TV
    TCL C845 QLED TV: Price in Bangladesh & India with Full Specifications
    Chanel Fragrance Innovation
    Chanel Fragrance Innovation: A Leader in Luxury Perfume
    Panasonic Inverter Microwave Oven 27L
    Panasonic Inverter Microwave Oven 27L: Price in Bangladesh & India with Full Specifications
    Apple MacBook Pro M2
    Apple MacBook Pro M2: Price in Bangladesh & India with Full Specifications
    Google Nest Hub (2nd Gen)
    Google Nest Hub (2nd Gen): Price in Bangladesh & India with Full Specifications
    সাতক্ষীরায় ইসলামী ব্যাংকের মানিলন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
    GT 4
    Huawei Watch GT 4: Price in Bangladesh & India with Full Specifications
    Acer
    Acer Swift Edge 16: Price in Bangladesh & India with Full Specifications
    Rolex Timekeeping Excellence
    Rolex Timekeeping Excellence: Leading Innovation in Luxury Watchmaking
    পূর্ণাঙ্গ কর্মবিরতিতে এনবিআর-এর সব অফিসের কর্মকর্তা-কর্মচারীরা
    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.