Advertisement
জুমবাংলা ডেস্ক : রাজধানীর দারুস সালাম এলাকা থেকে একটি খণ্ডিত পা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে দারুস সালাম টাওয়ারের পাশে একটি ডাস্টবিন থেকে পাটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, বিকেল সাড়ে চারটার দিকে রাস্তার পাশে পাটি পড়ে থাকার সংবাদ পান তারা। জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিয়ে কেউ বিষয়টি জানায়। এরপর থানা থেকে পুলিশ সদস্যরা গিয়ে সেটি উদ্ধার করেন।
দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, মানুষের ডান পা এটি। হাঁটুর নিচ থেকে কাটা। সাদা ব্যান্ডেজে মোড়ানো। এটি পুরুষ না মহিলার তা এখনো বোঝা যায়নি।
তিনি জানান, কে বা কারা ফেলে রেখে গেছেও তা জানার জন্য অনুসন্ধান চলছে। খণ্ডিত পাটির সুরতহাল করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।