জুমবাংলা ডেস্ক: গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য ডা. ইউনুছ আলী সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
এক শোক বিবৃতিতে তিনি বলেন, পঁচাত্তরোত্তর অন্ধকার সময় থেকে চরম বৈরী পরিবেশে রংপুর মেডিকেল কলেজে চিকিৎসা বিজ্ঞানে অধ্যয়ণরত অবস্থা থেকে তিনি জাতির পিতার হত্যার প্রতিবাদ ও তাঁর অবিনাশী চেতনা বাস্তবায়নের সংগ্রামে অকুতোভয় অবদান রেখেছেন। আজন্ম সংগ্রামী এই বরেণ্য চিকিৎসক বাঙালির অধিকার প্রতিষ্ঠা, সৃজনশীল গণমুখী রাজনীতির ধারা এগিয়ে নিতে আপোষহীন লড়াই করে গেছেন। তাঁর মৃত্যুতে জাতি একজন জনহিতৈষী, দেশপ্রেমিক রাজনীতিবিদকে হারাল।
বিবৃতিতে স্বপন মরহুমের শোক সন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, গাইবান্ধার সাদুল্লাপুর-পলাশবাড়ির সর্বস্তরের জনগণ ও তাঁর অগণিত ভক্ত চিকিৎসক ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সংসদ সদস্য ডা. ইউনুছ আলী সরকার শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারসহ শারীরিক বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।