জুমবাংলা ডেস্ক : ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ল্যাব প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) কলেজের উদ্যোগে আয়োজিত ৭ম ডিআরএমসি ইন্টারন্যাশনাল টেক কার্নিভাল-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি।
অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ল্যাব প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে পলক বলেন, প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে এই ল্যাব প্রতিষ্ঠা করা হবে।
এ সময় পলক বলেন, আইডিয়া প্রকল্প থেকে প্রতিবছর বীর মুক্তিযোদ্ধা শহিদ শেখ জামাল ইনোভেশন গ্রান্ড-এ স্পন্সর করা হবে। অনুষ্ঠান আয়োজনের জন্য ২০ লাখ এবং বীর মুক্তিযোদ্ধা শহিদ শেখ জামাল ইনোভেশন গ্রান্ড প্রদানের জন্য ৩০ লাখসহ মোট ৫০ লাখ টাকা প্রতিবছর প্রদান করা হবে।
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজের প্রধান সমন্বয়কারী নরুন্নবী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।