ডিএমপির তিন যুগ্ম কমিশনারকে বদলি

জুমবাংলা ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) তিন যুগ্ম কমিশনারকে বদলি করা হয়েছে। বুধবার (৩১ জুলাই) ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

ডিএমপি সদর দফতরের (অপারেশন) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারকে বদলি করা হয়েছে গোয়েন্দা দক্ষিণ বিভাগে। তার স্থলাভিষিক্ত হয়েছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার খোন্দকার নুরন্নবী। নুরন্নবী অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণ বিভাগের দায়িত্বে ছিলেন।

ওই আদেশেই ডিএমপির যুগ্ম কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণ) সঞ্জিত কুমার রায়কে গোয়েন্দা উত্তর বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। এতে বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।