ডিএমপির শ্রেষ্ঠ ডিসি হলেন বিপ্লব কুমার

জুমবাংলা ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শ্রেষ্ঠ উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে পুরস্কার পেয়েছেন তেজগাঁও বিভাগের বিপ্লব কুমার সরকার। রবিবার ডিএমপি থেকে এ তথ্য জানা গেছে।

ফেব্রুয়ারি মাসের কাজের ভিত্তিতে তাকে পুরস্কৃত করা হয়। শ্রেষ্ঠ ডিসি হিসেবে তেজগাঁও বিভাগের বিপ্লব কুমার সরকার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।

ডিএমপি সূত্রে জানা যায়, রবিবার সকালে রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ফেব্রুয়ারি মাসের কাজের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে সেরাদের পুরস্কৃত করে ডিএমপি। পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয় তেজগাঁও।