জুমবাংলা ডেস্ক: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শনিবার প্রতিষ্ঠার ৪৫তম বার্ষিকী পালন করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। খবর ইউএনবি’র।
বিকাল ৩টায় ডিএমপি সদরদপ্তর থেকে রাজারবাগ পুলিশ লাইন পর্যন্ত এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। পরে সেখানে (রাজারবাগে) বিকাল ৪টায় এক নাগরিক সংবর্ধনার আয়োজ রয়েছে।
পাশাপাশি, সন্ধ্যা ৭টায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন থাকছে, যা বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা সরসরি সম্প্রচার করবে।
অনুষ্টানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রধান অতিথি হিসেবে এবং জন সুরক্ষা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিএমপি’র সকল সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন।
প্রসঙ্গত, ১৯৭৬ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) প্রতিষ্ঠিত হয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।