জুমবাংলা ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার ১ হাজার ৬৭৪ শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ১১ লাখ ৫০ হাজার শিক্ষার্থীর মধ্যে চকলেট এবং শুভেচ্ছা কার্ড (রেসপন্স কার্ড) বিতরণ করা হয়েছে।
ডিএমপি’র অন্য এলাকার মতো আজ মিরপুর ইসলামি আর্দশ উচ্চ বিদ্যালয়ে বিতরণ করেন মিরপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাসুক মিয়া।
এসময় বিদ্যায়লটির প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমানসহ সকল শিক্ষক, শিক্ষার্থী এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এডিসি মাসুক মিয়া বলেন, বাংলাদেশ পুলিশ জনগনের বন্ধু। শিশুরা যাতে নিরাপদে স্কুলে যেতে পারে, রাস্তা-ঘাটে কোন ধরনের হয়রানির শিকার হলে যাতে করে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করে এই জন্য মিরপুর জোনের পুলিশ সবসময়ই সচেষ্ট আছে।
তিনি বলেন, শিক্ষার্থীদের সাথে পুলিশের দুরত্ব কমানো এবং সহায়তা বৃদ্ধি করাই এই কার্যক্রমের মূল উদ্দেশ্য।
প্রধান শিক্ষক হাবিবুর রহমান মিরপুর বিভাগের পুলিশকে ধন্যবাদ দিয়ে বলেন, পুলিশের এই কার্যক্রমে তিনি সন্তুষ্ট। এর মধ্যে দিয়ে শিক্ষার্থী এবং পুলিশের দুরত্ব কমে যাবে।
পুলিশকে উনার প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীরা সবসময়ই সহায়তা করবেন বলে জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।