নিজস্ব প্রতিবেদক: কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) এর নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডেইলি সানের নির্বাহী সম্পাদক রেজাউল করিম লোটাস এবং ইউএনবি’র সিনিয়র রিপোর্টার এ কে এম মঈনুদ্দিন।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শেষে ২০২২ সালের জন্য নতুন এই কার্যনির্বাহী কমিটির ঘোষণা দেওয়া হয়।
নির্বাচনে বিজয়ী অন্যান্যরা হচ্ছেন, সহ-সভাপতি পদে তৌহিদুর রহমান (বাংলানিউজটুয়েন্টিফোরডটকম), যুগ্ম সম্পাদক আবু হেনা ইমরুল কায়েস (বাংলা ভিশন), কোষাধ্যক্ষ আহসান জুয়েল (স্পাইস টিভি) এবং দপ্তর সম্পাদক আশিকুর রহমান অপু (এটিএন নিউজ)।
এ ছাড়া নির্বাহী কমিটির নির্বাচিত পাঁচ জন সদস্য হচ্ছেন তানজিম পলিন (বিএসএস), খুররুম জামান (বার্তাটুয়েন্টিফোরডটকম), এম কে জ্বিলানী (সময়ের আলো), মোর্শেদ হাসিব হাসান (চ্যানেল টুয়েন্টিফোর) এবং আতিকুর রহমান (জবাবদিহি)।
সিনিয়র সাংবাদিক ফরিদ হোসেন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বপালন করেন। বার্ষিক সাধারণ সভায় সভাপত্বি করেন ডিক্যাবের বিদায়ী সভাপতি পান্থ রহমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।