নাথিং নামে নতুন ব্র্যান্ড এর স্মার্টফোন বাজারে রিলিজ হতে যাচ্ছে। তারা ইনোভেশনের মাধ্যমে প্রমাণ করেছে নতুন ডিজাইন ও স্টাইলের হ্যান্ডসেট নির্মাণ এখনও সম্ভব। নাথিং ব্র্যান্ড তাদের স্মার্টফোনের ডিজাইনে অভূতপূর্ব পরিবর্তন নিয়ে এসেছে। এজন্য তারা সবার প্রশংসার পাত্র হয়েছে।
নাথিং ফোন ওয়ান অন্য যেকোন স্মার্ট ফোন ব্র্যান্ড থেকে এগিয়ে আছে তার মূল কারণ হচ্ছে তার অনিন্দ্য সুন্দর ডিজাইন। গত কয়েক বছর ধরে বড় বড় কোম্পানির স্মার্টফোনের ডিজাইনের মধ্যে তেমন কোন পার্থক্য লক্ষ্য করা যায় না। ওয়ানপ্লাস, অপো, রিয়েলমি, শাওমি, স্যামসাং তারা প্রায় একই ধরনের ডিজাইন এবং স্টাইল এর উপর ভিত্তি করেই বাজারে মোবাইল বিক্রি করছে।
তাদের মধ্যে ডিজাইনের ক্ষেত্রে পার্থক্য লক্ষ্য করা খুবই কঠিন। ডিজাইনের ক্ষেত্রে ভিন্নতা আসতে পারে এ বিষয়টি কাস্টমার ভুলেই গিয়েছিল। কালার, টেক্সটাইল, স্টাইল সবকিছুই এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই রকম ডিজাইন দেখতে দেখতে কাস্টমাররা কিছুটা বিরক্ত হয়ে গেছে । নাথিং ওয়ান তাই এই ক্ষেত্রে পরিবর্তন নিয়ে এসেছে।
Nothing Phone 1 এর দামসহ সমস্ত ফিচার ফাঁস
এই হ্যান্ডসেটের পিছনে রৈখিক স্কেলের আলো জ্বলতে দেখা যাবে যা সাধারণত অন্য কোন ডিভাইসে দেখা যায় না। কল আসার ক্ষেত্রে, মেসেজ আসার ক্ষেত্রে, কোন অ্যালার্ট থাকলে, নোটিফিকেশন থাকলে সিস্টম ও সাউন্ডের সাথে তাল মিলিয়ে এর কালার পরিবর্তন হতে পারে ও স্টাইলেরও পরিবর্তন হতে পারে। তবে ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় প্রায় পেছনের পুরোটা অংশজুড়ে এলইডি বাতি জ্বলতে দেখা যেতে পারে যা খুবই ইন্টারেস্টিং।
এ ধরনের গবেষণা ও ইনোভেশন এর আগে অন্য স্মার্টফোন নির্মাতাদের মধ্যে দেখা যায়নি। ফোনের এই অনন্য সুন্দর ডিজাইন বাজারে কাস্টমারদের আকর্ষণ করবে এবং এতে এই হ্যান্ডসেটের বিক্রি বাড়বে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি পেছনে ৩-৪টি ক্যামেরা থাকতে পারে ও সামনে বড় ডিসপ্লের সাথে সেলফি ক্যামেরা রয়েছে এবং অনেক কালারফুল ফিচারও রয়েছে।
নাথিং নামক এই ব্যান্ডটি নতুন প্রতিদ্বন্দ্বী হিসেবে স্মার্টফোন বাজারের আসতে চলেছে। শুরুতে তাদের এত কাস্টমার এবং সাপোর্ট না থাকলেও তারা ভবিষ্যতে বড় বড় স্মার্টফোন নির্মাতা কোম্পানির শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।