নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় উপজেলাপরিষদ সভা কক্ষে এ সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
‘যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত’ প্রতিপাদ্যে সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শিবলী সাদিক।
দিবসটি উপলক্ষে উপজেলা আইসিটি অফিসার উদয় হোসেন মিল্টনের পরিচালনায় স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠতি হয়। পরে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
এই সময় উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) শাহিনা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর-ই-জান্নাত, শিক্ষা কর্মকর্তা নুরুন্নাহার, সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন, সমবায় কর্মকর্তা মির্জা ফারজানা শারমিন, নির্বাচন কর্মকর্তা ফারিজা নুরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।