ডিবির হারুন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ

হারুন অর রশীদজুমবাংলা ডেস্ক : বিতর্কিত পুলিশ কর্মকর্তা ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ ও তার স্ত্রীর শিরিন আক্তারের নামে থাকা ব্যাংক হিসাব স্থগিত করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

এর ফলে এসব হিসাবে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ আজ সব ব্যাংককে চিঠি দিয়ে তাদের হিসাব জব্দ করার নির্দেশনা দিয়েছে।

এছাড়াও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেনও স্থগিত করতে বলা হয়েছে ওই নির্দেশনায়।

অন্যদিকে, হারুন ও তার পরিবারের সদস্যদের নামে কোনো লকার সেবা থাকলে তা ব্যবহারের ক্ষেত্রে ৩০ দিন রহিতকরণের জন্যও নির্দেশ দেয়া হয়েছে ওই চিঠিতে।

ছাত্র আন্দোলনে ৪৪ জন পুলিশ সদস্য নিহত, জানাল হেডকোয়ার্টার্স