বিনোদন ডেস্ক: শনিবার রাতে ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার সহ–প্রযোজক দাবি করা রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করতে গুলশান থানায় গিয়েছিলেন শাকিব খান। কিন্তু আবেদন ত্রুটিপূর্ণ থাকায় মামলা নেননি পুলিশ। পরের দিনেই গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে গোয়েন্দা কার্যালয়ে গেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান। রবিবার (১৯ মার্চ) বিকাল তিনটার পর গোয়েন্দা কার্যালয়ে যান এই তারকা।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘শাকিব খান তার কোনও সমস্যার বিষয়ে গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে গোয়েন্দা কার্যালয়ে এসেছেন। গোয়েন্দা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তিনি কথা বলবেন।’ পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
শাকিব খানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিংয়ে শিডিউল ফাঁসানো ও সহ-নারী প্রযোজককে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ তোলেন রহমত উল্লাহ নামে এক প্রযোজক। এই প্রযোজকের নামে মানহানির মামলা করতে গতকাল রাতে গুলশান থানায় গেলেও পুলিশ মামলা নেয়নি। শাকিবকে মামলাটি আদালতে করার পরামর্শ দেয় পুলিশ।
গতকাল এ বিষয়ে শাকিব খান বলেন, আমাদের সঙ্গে কোনো ক্রাইম হলে আমরা প্রথমে থানায় যাই। তাই এখানে আসছি। আমি পরামর্শ নিয়েছি। ওনারা কোর্টে মামলা করার পরামর্শ দিয়েছেন। আমি সেটাই করব। লিগ্যাল অ্যাডভাইজারের সঙ্গে আলাপ করে কোর্টে মামলা করব।
শাকিব খান বলেন, ‘রহমত উল্ল্যাহ নামে যিনি অপারেশন অগ্নিপথ সিনেমার প্রযোজক দাবি করছেন তিনি আসলে এ ছবির আসল প্রযোজক নন। সিনেমাটির আসল প্রযোজক হচ্ছেন ভারটেক্স মিডিয়ার জানে আলম। যা চুক্তিপত্রেও লিখিত আছে। বানোয়াট মিথ্যাচার করেছেন তিনি। অনেক লোক এতে জড়িত।’
সূত্র: সমকাল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।