ডিবি পরিচয়ে ব্যাংকের গ্রাহকের অর্থ লুট করত তারা

জুমবাংলা ডেস্ক : ডিবি পরিচয়ে ব্যাংকের গ্রাহকের কাছ থেকে অর্থ লুটের সময় সঙ্ঘবদ্ধ ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে-জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি প্রধান) মো. হারুন অর রশীদ। সম্প্রতি নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ডিবি-পুলিশ ও র‌্যাবের পরিচয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডাকাতি এবং ছিনতাই করে আসছিল এ চক্রটি। কৌশল হিসেবে চাকরিচ্যুত পুলিশ কিংবা সেনা সদস্যদের দলে ভিড়িয়ে ডাকাতি করে আসছে বলে দাবি করেন ডিবি প্রধান।

ব্যাংকে লেনদেন শেষে যারা মোটা অংকের টাকা নিয়ে যখন বের হন, তখন পথে বাধ সাধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গাড়িতে উঠিয়ে চোখ বেঁধে বসিয়ে রেখে, হাতে থাকা টাকার থলে নিয়ে চলে যান তারা। কিন্তু তারা প্রত্যেকেই ডিবি, পুলিশ, র‌্যাবের ভূয়া পরিচয়ে ব্যাংকের গ্রাহকদের কাছ থেকে অর্থ লুটে নিচ্ছে। এ রকম একদল সংঘবদ্ধ ডাকাত চক্রের ৬ সদস্যেকে ডাকাতির সময়ই হাতেনাতে গ্রেফতারের কথা জানান ডিবি প্রধান।

ডিবি প্রধান গণমাধ্যমকে আরও বলেন, দীর্ঘদিন ধরেই এই চক্রটি ব্যাংকে আসা টাকা উত্তোলনকারী গ্রাহকদের টার্গেট করে, পথের মাঝে সুবিধাজনক স্থানে অস্ত্রের মুখে ছিনিয়ে নিত অর্থ। এসময় তারা ডিবি অথবা পুলিশ কখনও র‌্যাবের পোশাক পরে কাজ করত। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সেজে এমন সংঘবদ্ধ অপরাধ চালিয়ে আসছিলেন তারা। তারা শুধু ঢাকাতেই নয়, দেশের বিভিন্ন স্থানে অসংখ্য ডাকাতি ও ছিনতাই করেছে। কৌশল হিসেবে এ চক্রটি বিভিন্ন সময় চাকুরিচ্যুত পুলিশ অথবা সেনা সদস্যদেরও দলে ভিড়িয়েছেন।

এ চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান ডিবি প্রধান।