
জুমবাংলা ডেস্ক : ধামরাইয়ে ডিবি পুলিশ পরিচয়ে এক তরুণীকে প্রতারণার ফাঁদ পেতে বিয়ের অভিযোগে সৈয়দ মুরাদ (৩০) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত সৈয়দ মুরাদ মানিকগঞ্জ জেলার ঘিওর থানার হিজলিয়া গ্রামের সৈয়দ আব্দুল খালেকের ছেলে।
জানা গেছে, ডিবি পুলিশের এসআই পরিচয় দিয়ে তিন মাস আগে ধামরাইয়ের বরাত নগর এলাকার এক তরুণীকে বিয়ে করে সৈয়দ মুরাদ। পরে সোমবার রাতে পুলিশের পোশাক পরে ওই এলাকায় তার শ্বশুর বাড়ি আসেন। এ সময় তাকে দেখে সন্দেহ হলে তার স্ত্রী কর্মস্থল সম্পর্কে জানতে চায়। এতে ক্ষিপ্ত হয়ে মুরাদ তার স্ত্রীকে মারধর করে। পরে বিষয়টি এলাকাবাসী জানলে তাকে গণপিটুনি দিয়ে তাকে পুলিশে সোপর্দ করেন।
ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, মঙ্গলবার দুপুরে তার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুরাদ তার প্রতারণার কথা স্বীকার করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।