আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে বিবাহবিচ্ছেদ হওয়া নারীর সংখ্যা বাড়ছে। ২০২২ সালে দেশটিতে বিবাহবিচ্ছেদ হয়েছে সাড়ে তিন লাখ নারীর। সৌদি সরকারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
সৌদি সরকারের জেনারেল অথোরিটি অব স্ট্যাটিসটিকসের এক প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে ৩০ থেকে ৩৪ বছর বয়সী ৫৪ হাজার নারীর ডিভোর্স হয়েছে। আর ৩৫ থেকে ৩৯ বছর বয়সী ৫৩ হাজার নারীর ডিভোর্স হয়েছে। এসময় দুই লাখ ৩ হাজার ৪৬৯ জন নারী বিধবা হয়েছেন।
বেশ কয়েকটি জরিপ, রেজিস্ট্রি তথ্য ও ২০২২ সালের আদমশুমারির ফল যাচাই করে এ প্রতিবেদন প্রকাশ করেছে সৌদি সরকার। এ প্রতিবেদনে সৌদির শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা ও আরও বেশ কয়েকটি খাতে নারীদের ভূমিকা কেমন তাও জানানো হয়েছে।
সৌদি সরকারের প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবে ১৫ থেকে ১৯ বছর বয়সী মেয়ের সংখ্যা ৯ লাখ ১৬ হাজার ৪৩৯ জন ও ২০ থেকে ২৪ বছর বয়সী নারীর সংখ্যা ৮ লাখ ৫০ হাজার ৭৮০ জন।
দেখা গেছে, আগের চেয়ে চাকরির বাজারে সৌদি নারীদের অংশগ্রহণ বাড়ছে। ২০২২ সালের শেষ তিন মাসে সৌদি আরবে নারীদের বেকারত্বের হার কমেছে ১৫ দশমিক ৪ শতাংশ। সৌদি অর্থনীতিতেও নারীদের অবদান উল্লেখযোগ্য হারে বেড়েছে। দেশটির শ্রমবাজারে নারীদের অংশগ্রহণ ৩৬ শতাংশ।
২০২১ সালের শেষ তিন মাসে সৌদির অর্থনীতিতে নারীদের অবদান ছিল ২৭ দশমিক ৬ শতাংশ। ২০২২ সালের একই সময়ে এ হার ছিল ৩০ দশমিক ৪ শতাংশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।