আন্তর্জাতিক ডেস্ক : পারিবারিক একটি কুমিরের খামারে প্রবেশ করার পর আর ফিরে আসতে পারেননি ৭২ বছরের এক বৃদ্ধা। শুক্রবার সকালে খাঁচা থেকে একটি কুমিরকে বের করতে গেলে ৪০টি কুমির তার ওপর হামলা চালায়।
পুলিশ জানায়, ওই বৃদ্ধ খাঁচা থেকে কুমির বের করে দিয়ে ডিম আনার চেষ্টা করেছিলেন। এ সময় কুমিরটি তার হাতের লাঠি কামড়ে ধরে তাকে টানতে থাকে। পরে সে পুকুরের মধ্যে পড়ে যায়।
বৃদ্ধকে ৪০টি কুমির ঘিরে ধরার এক পর্যায়ে তার দেহে টুকরো টুকরো করে ফেলে। খামারের বিভিন্ন স্থানে রক্তের দাগ পড়ে রয়েছে।
পুলিশ প্রধান বার্তা সংস্থা এএফপিকে জানায়, কুমিরটিকে বের করে দিয়ে ডিম আনার চেষ্টা করলে তখন কুমিরটি তার হাতে থাকা লাঠি কামড়ে ধরে। এক পর্যায়ে অন্য কুমির এসে তার ওপর হামলা চালায়।
তিনি আরও জানায়, যতক্ষণ পর্যন্ত ওই বৃদ্ধের মৃত্যু না হয় ততক্ষণ পর্যন্ত কুমিরগুলো তাকে কামড়াতে থাকে।
এর আগে ২০১৯ সালে এই একই গ্রামের একটি কুমিরের খামারে ২ বছরের শিশুর মৃত্যু হয়।
সূত্র: এনডিটিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।