জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, বিষয়টি দেখবে কনস্যুলেট ও ফরেন মিনিস্ট্রি।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শফিকুল আলম জানান, বিমানবন্দরে ডিম নিক্ষেপ একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এই ঘটনায় যথাযথ তদন্ত করবে বাংলাদেশের কনস্যুলেট এবং বিদেশ মন্ত্রণালয়।
তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা আজ জাতিসংঘে স্যোসাল বিজনেস নিয়ে অনুষ্ঠিত আইএমএফ মিটিংয়ে বক্তব্য দিয়েছেন। এরপর তিনি আরেকটি ইভেন্টে অংশ নেন এবং সেখানে এসডিজি অ্যাওয়ার্ড গ্রহণ করেন। অ্যাওয়ার্ডটি প্রধান উপদেষ্টার পাশাপাশি আরও দুইজন পান।
শফিকুল আলম বলেন, ভারতের মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বাংলাদেশের আগামী নির্বাচনের প্রস্তুতি, অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিতকরণ, সার্ক পুনরুজ্জীবন, নেপাল ও ভুটানের সঙ্গে সম্পর্ক জোরদারকরণ, এবং আসিয়ান সদস্যপদ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়েছে।
প্রেস সচিব আরও জানান, বাণিজ্যিক সম্পর্ক এবং সার্জিও গোরের সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সংযোগ থাকায় এসব বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও সমন্বয় সম্ভব হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।