আন্তর্জাতিক ডেস্ক : এমন একটা বড় ডিম, যা কোনো মানুষের পক্ষে একা খাওয়া সম্ভব নয়। আর সেই ডিম কোনো বিশাল মাপের পাখি বা সরীসৃপের নয়। এই ডিম একটি মুরগিরই। সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্রে। খামারি দিলীপ চাভানের খামারে এমনই ঘটনা ঘটিয়েছে একটি মুরগি।
ভারতীয় একাধিক গণমাধ্যম সূত্রে জানা যায়, গত সোমবার ওই খামারে ঘটনাটি ঘটেছে। বলা হচ্ছে এখন পর্যন্ত ভারতে যত মুরগির ডিম পাওয়া গিয়েছে, তার মধ্যে এটির ওজনই সবচেয়ে বেশি। আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে এই ডিমটি।কত ওজন এই ডিমের? ২১০ গ্রাম! কোলাপুর জেলার তালসান্দে গ্রামের পোলট্রিতে মুরগিটি এই ডিম দিয়েছে। প্রায় ৪০ বছর ধরে দিলীপ এই ব্যবসার সঙ্গে যুক্ত। তিনি জানিয়েছেন, এত বড় মাপের এবং এমন ওজনের ডিম তিনি কখনও দেখেননি।
সংবাদমাধ্যমকে দিলীপ জানিয়েছেন, ‘গত রোববার রাতে পোলট্রিতে যাই। তখন দেখি, খামারের ভিতরে একটি মুরগি বিরাট মাপের ডিম পেড়েছে। আমি তখনই ওজন করি। তাতে দেখি, ২০০ গ্রামের মতো আসছে। কিন্তু আমার সন্দেহ হয়। তাছাড়া ওই ওজন যন্ত্রটিও খারাপ ছিল। ফলে সোমবার সকালে অন্য একটি যন্ত্র নিয়ে এসে ওজন করি। তাতে দেখি, ২১০ গ্রাম ওজন দেখাচ্ছি। সঙ্গে সঙ্গে আমি অন্যদের বিষয়টি জানাই।’ দিলীপের মুরগিটির কথা ক্রমশ ছড়িয়ে পড়ে। এর পরে অন্য ব্যবসায়ীরাও দেখেন, ঘটনাটি সত্যি। ওই মাপেরই ওজন রয়েছে ডিমটির। তার পরেই খবরটি ছড়িয়ে পড়ে। সংবাদ মাধ্যমকেও বিষয়টি জানানো হয়।
উল্লেখ্য, এর আগে ভারতে সর্বোচ্চ ওজনের যে ডিমটি পাওয়া গিয়েছিল, সেটির ওজন ছিল ১৬২ গ্রাম। পাঞ্জাবের একটি গ্রামের পোলট্রিতে সেই ডিমটি পেড়েছিল একটি মুরগি। সেই রেকর্ড ভেঙে দিল মহারাষ্ট্রের এই ঘটনা। কিন্তু সারা পৃথিবীর নিরিখে এটি এমন কিছু নয়। ১৯৫৬ সালে নিউ জার্সিতে একটি মুরগি যে ডিম পাড়ে, সেটির ওজন ছিল ৪৫৪ গ্রাম। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড মতে, এটিই এখনও পর্যন্ত সর্বোচ্চ ওজনের মুরগির ডিম।
নির্বাচিত হওয়ার দেড় মাসের মাথায় ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদত্যাগ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।