জুমবাংলা ডেস্ক: সুপ্রিমকোর্টের আপিল বিভাগে চলা মামলার তথ্য প্রথমবারের মতো আদালত কক্ষের বাইরে ডিসপ্লের মাধ্যমে প্রদর্শিত হচ্ছে।
সুপ্রিমকোর্টের আপিল বিভাগের দুটি আদালত কক্ষের বাইরের দেয়ালে এমন দুটি ডিসপ্লে স্থাপিত হয়েছে। তাতে দিনের কার্যতালিকা অনুযায়ী চলমান মামলা ও তার সংক্ষিপ্ত বিবরণ আজ থেকেই প্রদর্শিত হচ্ছে।
বিষয়টি নিয়ে সুপ্রিমকোর্টের মুখপাত্র ও আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান বলেন, দেশের সর্বোচ্চ আদালতে এই প্রথম আদালত কক্ষের বাইরে দুটি ডিসপ্লে স্থাপন করা হলো। যেখানে বিচারপ্রার্থীসহ মামলা সংশ্লিষ্ট সবাই মামলা ও তার সংক্ষিপ্ত বিবরণ দেখতে পারবেন। এর ফলে সংশ্লিষ্ট সবাই উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।
উল্লেখ্য, গত ১ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত ঈদুল আযহার সরকার ঘোষিত ছুটি, সাপ্তাহিক ছুটি ও কোর্টের অবকাশ শেষে আজ ২০ জুলাই থেকে সুপ্রিমকোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হলো। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।