Sony Xperia 1 IV স্মার্টফোন অন্য হ্যান্ডসেট ব্র্যান্ড থেকে কাস্টমারদের অভিনব কিছু অফার করতে প্রস্তুত। এর আগে অন্যান্য স্মার্টফোন ম্যানুফ্যাকচারার কোম্পানিকে কখনো সনির হ্যান্ডসেটের কারণে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়নি। তবে এবার Sony Xperia 1 IV কাস্টমারদের ভিন্ন কিছু অফার করতে প্রস্তুত।
অ্যান্ড্রয়েড স্মার্টফোন এর মধ্যে যারা একটু ভিন্নতা ও বৈচিত্র্যতা পছন্দ করে তাদের কাছে Sony Xperia 1 IV স্মার্টফোন পছন্দের তালিকায় থাকতে পারে। Sony Xperia 1 IV স্মার্টফোনে ফ্ল্যাগশিপ ও প্রিমিয়াম মোবাইলের সব ধরনের বৈশিষ্ট্য রয়েছে।
সনির এই স্মার্টফোনটি ডিসপ্লে বিভাগে চমৎকার পারফরম্যান্স দেখাতে সক্ষম হয়েছে। Sony Xperia 1 IV হ্যান্ডসেটে 4K রেজুলেশনের ৬.৫ ইঞ্চি ডিসপ্লে রয়েছে। HDR অপশন সাপোর্ট করে এবং ১২০ হার্জ রিফ্রেশ-রেট এর ফিচার রয়েছে।
সনি আর এই স্মার্টফোনে গরিলা গ্লাস এর প্রোটেকশন রয়েছে। স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে কোয়ালকম এইট প্লাস জেন ওয়ান চিপসেটটি ব্যবহার করা হয়েছে। পাশাপাশি এড্রেনো ৭৩০ গ্রাফিক্স কার্ড ইনস্টল করা আছে।
হ্যান্ডসেটটিতে ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি ইন্টার্নাল স্টোরেজ রয়েছে। মাইক্রো এসডি অপশন রয়েছে এবং android 12 অপারেটিং সিস্টেম দ্বারা এট পরিচালিত হবে।
অ্যান্ড্রয়েড স্মার্টফোনের পেছনে চারটি ক্যামেরা লেন্স অবস্থিত। অন্য ব্র্যান্ডের মোবাইলের মত এখানে অতিরিক্ত মেগা-পিক্সেল এর ব্যবহার নেই তবে আকর্ষণীয় ছবি তুলতে সক্ষম হবেন আপনি।
পেছনের ক্যামেরায় থ্রিডি সেন্সরের পাশাপাশি তিনটি ১২ মেগাপিক্সেলের লেন্স রয়েছে। সামনের ক্যামেরায় ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থিত।
Sony Xperia 1 IV স্মার্টফোনের অডিও কোয়ালিটি বেশ চমৎকার ও ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক এর অপশন রয়েছে। হ্যান্ডসেট এ ডলবি এটমস ফিচার যোগ করা হয়েছে।
সনির স্মার্টফোনটিতে ৫০০০ মেগাহার্জ এর ব্যাটারি ইনস্টল করা রয়েছে এবং এটি ৩০ ওয়াট ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। পাশাপাশি ওয়ারলেস চার্জিং সিস্টেমের ব্যবস্থা তো আছেই।
কালো এবং বেগুনি রংয়ের দুটি ভেরিয়েন্ট বাজারে পাওয়া যাবে। বাংলাদেশের বাজারে স্মার্টফোনের দাম হবে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা। ভারতের মার্কেটে এক লক্ষ ২৫ হাজার রুপিতে সনির এই হ্যান্ডসেট পেয়ে যাবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।