Advertisement
জুমবাংলা ডেস্ক : জনপ্রশাসন সংস্কার কমিশন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিদ্যমান পদবি পরিবর্তনের সুপারিশ করেছে।
বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে কমিশনের প্রতিবেদনের সারসংক্ষেপ তুলে ধরেন প্রধান উপদেষ্টা শফিকুল আলম এবং উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ডিসি’র পদবি ‘জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা কমিশনার’ এবং ইউএনও’র পদবি ‘উপজেলা কমিশনার’ করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)-এর পদবি পরিবর্তন করে ‘অতিরিক্ত জেলা কমিশনার (ভূমি ব্যবস্থাপনা)’ করার সুপারিশ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।