জুমবাংলা ডেস্ক : জামালপুরের মেলান্দহে ডিসি পরিচয়ে মোবাইল কোর্ট পরিচালনাকালে প্রতারক সাজ্জাদ হোসাইনকে (৪৫) আটক করেছে পুলিশ। সোমবার (১৭ মার্চ) দুপুরে চারাইলদার এলাকা থেকে এই প্রতারককে আটক করার কথা নিশ্চিত করেছেন বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।
আটককৃত প্রতারক ইসলামপুর উপজেলার পাটনিপাড়ার মৌজা জাল্লা গ্রামের সাইফুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
বালু ব্যবসায়ী রেজাউল করিম জানিয়েছেন- এই প্রতারক ডিসি-এসপি এবং ইউএনও’র পরিচয়ে প্রায়ই ৩/৪ জনের একটি দল মোবাইল কোর্টের ভয় দেখিয়ে চাঁদাবাজি করে আসছিল। একপর্যায়ে আমার কাছে সপ্তাহে ৩৩ হাজার টাকার চাঁদা দাবি করে। আরেকজনের কাছেও ৩৩ হাজার টাকা দাবি করে। টাকা না দিলে মোবাইল কোর্ট করা হবে। টাকা দিলে ডিসি-এসপি-প্রশাসন এমনকি সাংবাদিকরাও আসবে না। আর কেও আসলে বাইন্ধে রাখার পরামর্শ দিচ্ছে। এমতাবস্থায় এলাকাবাসির মনে সন্দেহ হয়। কথা কাটাকাটির একপর্যায়ে এলাকাবাসি তাকে আটকে রেখে থানায় খবর দেন। ইতোমধ্যেই অন্য দুইজন পালিয়ে যায়।
অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানিয়েছেন, আটককৃত সাজ্জাদ হোসাইন নিজেকে ইসলামপুরের জামাত নেতা অধ্যাপক সামিউল হক ফারুকীর ভাতিজার পরিচয় দিয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে জেলা জামাতের প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক (প্রেস উইং) প্রভাষক জাকিউল ইসলাম জানিয়েছেন-অধ্যাপক ছামিউল হক ফারুকীর নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির কথা শুনেছি। বর্তমানে ফারুকী স্যার পবিত্র উমরা পালনের জন্য সউদীতে আছেন। এই নামে ফারুকীর ভাতিজা কিংবা জামাতে ইসলামি সংগঠনের কেও নেই।
সূত্র : ইত্তেফাক
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।