গোপাল হালদার, পটুয়াখালী : বর্তমান বেতনে সরকারি কর্মচারীদের পক্ষে ইলিশ মাছ কিনে খাওয়া কষ্টসাধ্য হয়ে গেছে।আমি নিজেও পটুয়াখালী আসার পর গত এক মাসে মাত্র একবার ইলিশ খেতে পেরেছি। ইলিশের দাম এত বেশি যে প্রতিদিন ইলিশ খেলে মাসের বাকি সময় না খেয়ে থাকতে হবে।
বৃহস্পতিবার সকালে পটুয়াখালী সদর উপজেলা পরিষদের বাধঁনহারা হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
তিনি বলেন, ‘ইলিশের প্রধান প্রজনন মওসুমে ২২ দিন মাছ ধরা বন্ধ রাখতে পারলে এবং জাটকা নিধন রোধ করতে পারলে ইলিশের উৎপাদন বাড়বে। এতে ইলিশের দাম কমবে এবং সাধারণ মানুষও সহজে ইলিশ কিনতে পারবে।’
জেলা প্রশাসক আরও বলেন, ‘বাজারদর নিয়ন্ত্রণে সরকার কাজ করছে, তবে সাধারণ মানুষকেও নিজেদের জায়গা থেকে সচেতন হতে হবে। কৃষিতে আমাদের আরও বিনিয়োগ করতে হবে। একটু সচেতন হলে প্রতিটি পরিবার নিজেরাই বাড়িতে শাক-সবজি উৎপাদন করতে পারে, এমনকি শহরে ছাদ বাগানেও চাষাবাদ করা সম্ভব।’
পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফ্ফাত আরা জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ছাত্র-জনতার আন্দোলনে আহতদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।