ইতিহাস গড়া পারফরম্যান্সে ডিসেম্বরের সেরা এজাজ প্যাটেল

স্পোর্টস ডেস্ক: মুম্বাইয়ে ভারতের বিপক্ষে ইতিহাসই গড়ে বসেছিলেন নিউজিল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল। সেই টেস্টে ভারতের প্রথম ইনিংসের ১০ উইকেট নিয়ে ক্রিকেট ইতিহাসের মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে তুলে নিয়েছিলেন ইনিংসের সবক’টি উইকেট। সেই কীর্তিই ডিসেম্বরের মাসসেরা ক্রিকেটারের খেতাব পাইয়ে দিয়েছে নিউজিল্যান্ডের এই স্পিনারকে।

ফাইল ছবি

গেল শনিবার গত মাসের সেরা পারফরম্যান্সের ভিত্তিতে তিন ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছিল আইসিসি। আজ সোমবার প্রকাশিত হলো ডিসেম্বরের সেরা ক্রিকেটারের নাম। সেখানেই এজাজ জিতেছেন এই পুরস্কার।

মজার বিষয় হচ্ছে, সে মাসে একটিই কেবল টেস্ট খেলেছিল নিউজিল্যান্ড। সেই ম্যাচের প্রথম ইনিংসেই এজাজ গড়ে বসেন এই কীর্তি। টেস্ট ইতিহাসের তৃতীয় বোলার হিসেবে নেন ইনিংসে ১০ উইকেট। জিম লেকার ও অনিল কুম্বলের পর নাম লেখান আগে ইনিংসে দশ উইকেট শিকারিদের ছোট্ট অথচ বিশেষ ক্লাবে।

ব্ল্যাকক্যাপরা অবশ্য এজাজের এমন কীর্তির পরও ম্যাচে শেষ হাসি হাসতে পারেনি। সেই ম্যাচের প্রথম ইনিংসে এজাজ ১০ উইকেট নিলেও মায়াঙ্ক আগারওয়ালের ১৫০ রানে ভর করে ৩২৫ রান করে ভারত। জবাবে নিউজিল্যান্ড গুটিয়ে যায় ৬২ রানেই। ফলো অন না করিয়ে ভারত দ্বিতীয় ইনিংস খেলতে নেমে তোলে ২৭৬ রান। তাতে নিউজিল্যান্ডের সামনে লক্ষ্যটা দাঁড়ায় ৫৪০ রানের। তবে কেন উইলিয়ামসনের ১৬৭ রানে অলআউট হলে ভারত ম্যাচটা ৩৭২ রানের বিশাল ব্যবধানে।

সেই ম্যাচের প্রথম ইনিংসে ১০ উইকেট নিয়েও ম্যাচসেরা হতে পারেননি এজাজ। দল জেতানো সেঞ্চুরি করে মায়াঙ্ক বগলদাবা করেন পুরস্কারটা। সেদিন ব্যক্তিগত পুরস্কারের দৌড়ে মায়াঙ্কের কাছে হারলেও আইসিসির মঞ্চে হারেননি এজাজ। মায়াঙ্ক সংক্ষিপ্ত তালিকায় ছিলেন, তবে তাকে টপকে এজাজ ঠিকই জিতে নিয়েছেন ডিসেম্বরের মাসসেরার পুরস্কার।

ডিসেম্বরের মাসসেরার দৌড়ে ছিলেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কও। তবে এজাজের দারুণ এই কীর্তির সামনে তিনিও ছিলেন নস্যি।